sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

অকুলি


অসুরদের জনৈক পুরোহিতের নাম অকুলি। শতপথ ব্রাহ্মণে এই অকুলি সম্বন্ধে একটি গল্প আছে। মনুর একটি বৃষভ ছিল। তার গর্জন শুনলেই অসুর ও রাক্ষসরা প্রাণত্যাগ করত। দৈত্যগুরু কিলাt এবং অকুলি দেখল, তবে ত আর নিস্তার নাই। এখন যতশীঘ্ৰ বৃষটাকে বধ করা চাই। এই মনস্থির করে তারা মনুকে বলল, আপনার পূজার্থ আমরা কিছু বলি দিতে ইচ্ছা করি। মনু সম্মতি দিলে, অসুররা সেই বৃষকে এনে বলি দিল। কিন্তু অসুর বংশ বিনাশের কাল গর্জন ঘুচল না, তা মনুর স্ত্রী মনায়ীর দেহে প্রবেশ করল। মনায়ী কথা বললেই অসুরেরা মরতে লাগল। পুণরায় কিলাত ও অকুলি মনায়ীকে বলি দিতে চাইল। মনু তাতেও সম্মত হলেন । কিন্তু সে গর্জন গেল না, এবার তা যজ্ঞে ও যজ্ঞপাত্রে প্রবেশ করলো । শতপথব্রাহ্মণ ১/৪/১৪।


তথ্যসূত্র- বিশ্বকোষ প্রথম খন্ড। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.