অঙ্গুলি ও জপ
জপাদির সংখ্যা রাখার জন্য বৈদিক ও তান্ত্রিক মতে ভিন্ন ভিন্ন আঙ্গুলে কর বিন্যাস করার ব্যবস্থা আছে। বৈদিক মন্ত্র জপ করার সময় দক্ষিণ হাতের অনামিকার মধ্য পর্বে বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রথমে জপ আরম্ভ করবে। তারপর কনিষ্ঠার মূল হতে সকল আঙ্গুলের উপরের পর্ব্ব দিয়ে তর্জ্জনীর মূল পর্য্যন্ত জপ কররে যাবে। এভাবে দশবার জপ করা যায়। সনৎকুমার সংহিতায় এর প্রমাণ এই-
অনামা মধ্যমারভ্য কনিষ্ঠাদিত এব চ।
তর্জ্জনী মূলপর্য্যন্তং দশপর্ব্বসু সংজপেৎ।
একশত আটবার জপ করতে হলে পূর্বোক্ত নিয়ম অনুসারে দশ দশবার করে প্রথমে একশত জপ সমাধা করবে। তারপর অনামিকার মূল হতে সকল আঙ্গুলের অগ্রভাগ দিয়ে তর্জনীর মধ্যপৰ্ব পর্যন্ত আট সংখ্যা গণনা করবে। এতে একশত আটবার জপ করা হয়। প্রমাণ যথা— অনামা মুলমারভ্য কনিষ্ঠাদিত এব চ। তর্জ্জনী মধ্য পর্য্যন্তমষ্টপৰ্ব্বসু সঞ্জপেৎ।
তান্ত্রিক জপের নিয়ম এই অনামিকার মধ্যপর্বে সংখ্যা আরম্ভ করবে। পরে তার মূল, কনিষ্ঠার মূল হতে সমস্ত পর্ব, অনামিকার অগ্রভাগ এবং মধ্যমার উপরের পর্ব হতে নিয়ে এসে তর্জনীর মূলে জপ সমাপ্ত করবে। এতে দশবার জপ করা হয়। তর্জনীর অগ্র ও মধ্য পর্বে কখনো সংখ্যা রাখবে না, তাতে পাপ জন্মে। প্রমাণ যথা— অনামিকাত্ৰয়ং পৰ্ব্ব কনিষ্ঠাপি ত্রিপর্ব্বিকা। মধ্যমায়াশ্চ ত্রিতয়ং তর্জনীমূলপৰ্ব্বণি। তর্জ্জন্যগ্রে তথা মধ্যে যো জপেৎ স তু পাপকৃৎ।
একশত আটবার জপ করতে হলে, প্রথমে পূর্বোক্ত নিয়ম অনুসারে একশতবার জপ সমাপ্ত করবে। তারপর অনামিকার মূল হতে কনিষ্ঠার সমস্ত পর্ব এবং অনামিকার ও মধ্যমার অগ্রভাগ দিয়ে মধ্যমার মূলে সংখ্যা শেষ করবে। এতে আটবার জপ করা হয়। প্রমাণ যথা- অনামামূলমারভ্য প্রাদক্ষিণ্য ক্রমেণ চ। মধ্যমামূল পৰ্য্যন্তং জপেদষ্টসু পৰ্ব্বসু।
কোন মন্তব্য নেই