sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথীতে সনাতন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষীকির আমন্ত্রণ




 

সুধী/মহাত্মন,

প্রনাম নিবেন।🙏
সর্বস্তরের উন্নয়ন শ্রেষ্ঠ হবে সনাতন। সনাতনী সম্প্রদায়ের শিক্ষা,অর্থনৈতিক, সংস্কৃতিক ও ব্যক্তি উন্নয়ন এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য ছিল সেই বিবেচনায় ২০০৭ খ্রীষ্টাব্দে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথীতে শুভ তিথিতে সনাতন সংগঠন এর আত্মপ্রকাশ করে থাকে এরই ধারাবাহিকতায় বিগত ১৪ বছর ধরে নানারকম কর্মকাণ্ডের মাধ্যমে সনাতনী সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছে যার উওম ফলাফল আমরা সনাতনীরাই ভোগ করে যাচ্ছি। তাই প্রতি বছরের ন্যায় সনাতন সংগঠন এর ১৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন এর লক্ষ্যে চট্রগ্রাম এর ফিরিংগিবাজারস্থ অমূল্য ভবনের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় কার্য্যালয়ে নবীন, প্রবীন তথা নিবেদিত কর্মীদের উপস্থিতিতে সকাল ৮.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছি। আয়োজন সমুহঃ-
👉মহাষ্টমী পুজো।
👉মংগলপ্রদীপ প্রজ্বলন
👉প্রতিষ্টাতা মহোদয় এর কেক কাটার মাধ্যমে শুভ উদ্বোধন।
👉কর্মী সভা তথা মতবিনিময়।
👉অতিথি বরণ।
👉আমাদের সাংস্কৃতিক ফোরামের সন্মানিত শিল্পী বৃন্দের মাধ্যমে দুর্গাস্ত্রোতম, চন্ডীস্ত্রোতম, ইত্যাদি।
👉মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
(উল্লেখ্য যে, উপবাস এর কারণে দুপুরের প্রসাদ ও জল খাবার সম্পুর্ন নিরামিষ এর আয়োজন করা হয়েছে)
👉অতএব, মহোদয় /মহোদয়া উক্ত অনুষ্টানের প্রতিটি পর্বে আপনাদের উপস্থিতি আমাদের এ মহৎ আয়োজন সুন্দর ও স্বার্থক হবে এ প্রত্যাশা করছি তাই আপনার সদয় উপস্থিতি একান্তভাবে কামনা করছি 🙏🙏
🙏বিনয়াবনত 🙏
সনাতন সংগঠন এর পক্ষে
বিশ্বজিৎ সরকার
সভাপতি - সনাতন সংগঠন
চট্রগ্রাম মহানগর কমিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.