sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন সংঠনের যুগ পুর্তি উদযাপন

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কাল সনাতন সংঠনের যুগ পুর্তি উদযাপনের সূচনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। উপস্থিত ছিলেন মহিলা কমিশনার নীলু নাগ ও সংঠনের নিবেদিত সকল কর্মী ও সমর্থক বৃন্দ।


কৃতজ্ঞতা প্রকাশ - সবার প্রতি।
====================
সবার সন্মিলিত প্রচেষ্টায় সনাতন সংগঠনের জন্মাষ্টমী র‍্যালী সদ্য সমাপ্ত করেছি। সবার প্রানবন্ত উপস্থিতিতে র্যালি সুন্দর ভাবে সমাপ্ত করতে পারায় অত্যন্ত আনন্দিত হয়েছি। সেইজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের লয়ার ইউনিট এর প্রতি। উনারা আর্থিক সহযোগিতা তথা উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্টানকে প্রানবন্ত করে তুলেছেন। সূচনা লগ্নে র্যালিকে আকর্ষণীয় করে তুলেছেন। তাই উনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় প্রশাসন সদরঘাট থানার প্রতি। র‍্যালির আরম্ভ এর আগ থেকে শেষ করা অব্দি আমাদের র্যালির আগে পিছনে বেষ্টনি করে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন তাই উনাদের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার, ফটো সাংবাদিক বন্দ্বুদের প্রতি। আপনাদের উপস্থিতি ও আমাদেরকে প্রেরণা দিয়েছে।
গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতন এর প্রতিষ্টাতা, অশোক চক্রবর্তী লিংকন, উপদেষ্টা মহোদয় কানন প্রতাপ দত্ত মহোদয়, উপদেষ্টা মন্ডলী স্থানীয় মহিলা কাউন্সিলর নীলু নাগ মহোদয়ার প্রতি, সহ সাধারণ সম্পাদক অমল দে, সাংগাঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক সুমন দত্ত ও রাজীব চৌধুরী, অর্থ সম্পাদক জনি হোড়,ও দপ্তর সম্পাদক দেবব্রত চৌধুরী দেবু, চকবাজার ইউনিট এর নেতৃবৃন্দ ও সদরঘাট ইউনিট এর নেতৃবৃন্দ, ভুজপুর ইউনিট এর নেতৃবৃন্দ ও নারী ফোরাম এর নেতৃবৃন্দার প্রতি।
আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি।
শ্রী বিশ্বজিৎ সরকার
সাধারণ সম্পাদক (চট্টগ্রাম জেলা কমিটি)
সনাতন সংগঠন, বাংলাদেশ। 
 জয়তু সনাতন  জয়তু সনাতন  জয় সনাতন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.