সীতাকুণ্ড সমাচার
সীতাকুণ্ড স্রাইন কমিটির তত্ত্বাবধানে এবং সনাতন সংগঠনের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের Digital Survey'র কাজ শুরু প্রাক আলোচনার ছবি। স্রাইন কমিটির অনুমতি ক্রমে সনাতন সংগঠনের উপদেষ্টা সার্ভেয়ার ও ইঞ্জিনিয়ার কানণ প্রতাপ দত্তের তত্ত্বাবধানে সামনের শুক্রবার হতেই এই গুরুত্বপূর্ণ কাজটা শুরু হতে যাচ্ছে। Digital Survey'র পর Base Design করা হবে। ৫০০ থেকে ১০০০ বছর ধরে যাতে উপযোগী থাকে সেই ভাবেই ডিজাইন করা হবে। বেইস ডিজাইনে সহযোগিতা করবেন চুয়েটের ইঞ্জিনিয়ার। স্রাইন কমিটির ROOF WAY করার পরিকল্পনাও রয়েছে। সল্প মেয়াদের পরিকল্পনা, মধ্যম মেয়াদের পরিকল্পনা ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা গ্রহণ করে কাজ গুলিকে এগিয়ে নেওয়া হবে। জন্মাষ্টমীর দিন সাংবাদিক শ্যামল দত্তকে নিয়ে গিয়ে চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করানো হয়। তিনি সীতাকুণ্ডের উন্নয়নের বিষয়ে সার্বিক ভাবে সহায়তা করবেন বলে আমাদের জানিয়েছেন।
এই আলোচনায় উপস্থিত ছিলেন স্রাইন কমিটির সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্ত্তী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার কানণ প্রতাপ দত্ত, জেলা কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট নীখিল সিনহা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক দেবব্রত চক্রবর্ত্তী, চট্টগ্রাম জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী।
কোন মন্তব্য নেই