সনাতন মানবতার দেয়াল
সনাতন মানবতার দেয়াল |
"মানব সেবাই পরম ধর্ম" এই শ্লোগানের মধ্য দিয়ে উদ্বোধন হলো সনাতন চাঁদপুর ইউনিটের "মানবতার দেয়াল"।
সনাতন চাঁদপুর ইউনিটের উদ্যোগে শাহরাস্তি থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহার কালীবাড়ীতে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এই মহৎ কাজটি উদ্বোধন করেন শ্রী শ্রী মেহার কালীবাড়ী কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বাবু নিখিল চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার এস.আই সৈকত দাশগুপ্ত, সনাতনের উপদেষ্টা বাবু নন্দদুলাল সাহা ও বাবু লিটন পাল, প্রাক্তন মেডিকেল ইনচার্জ (শাহরাস্তি হাসপাতাল) দীপক সাহা, সাংবাদিক সুমন বিশ্বাস।
এসময়ে তারা সনাতন সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সনাতন সব ধরনের সামাজিক কার্যকলাপে আরো অগ্রণী ভূমিকা রাখবে এ আশা ব্যক্ত করেন। এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেন শ্রীমান সোহাগ মজুমদার (ইউনিট কোর্ডিনেটর)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দ প্রসাদ সাহা(ইউনিট কোর্ডিনেটর)। এছাড়াও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন দে, রনি কর্মকার, দীপক রয়, সুব্রত রয়, নয়ন মজুমদার, নয়ন ঘোষ, বাঁধন দে, রাজন পাল, অভিজিৎ মজুমদার, আবির মজুমদার, হৃদয় দাস, তুষার শীল, প্রতাব ঘোষ, জয় পাল, জুটন পাল, বাধঁন, অন্তর, অনিক, প্রণয় ও প্রমুখ।
কোন মন্তব্য নেই