বইয়ের খোঁজ
ঋক্-সংহিতারা মন্ত্র-সংহিতা ঋষি কবি রচিত মন্ত্রের সংকলন। মন্ত্র গুলি রহস্যে আবৃত। মন্ত্র গুলির বৈশিষ্ট্য হল, মহাবিশ্ব ও স্ফুরন্ত প্রাণের রহস্য-উন্মােচন। এখানে যেমন দেখা মিলবে উত্তানপদের কথা, যা সম্ভবত ভৌতবিজ্ঞান-সৃষ্টিতত্ত্বের অনুপূরক; তেমনি পাওয়া যায় যজ্ঞকথা, বনস্পতি কথা, দেবতা বা বৃহৎ-ভাবনার কথা, যা মানুষকে একদিন সমাজবদ্ধ হতে প্রেরণা দিয়েছে, বৃহৎ-চেতনার মুখােমুখি হতে প্রচোদনা জুগিয়েছে। মানুষ পরিশীলিত হয়েছে, সৃজনশীল হয়েছে।
মরমীয়া কবি শ্রীঅনির্বাণ-এর দরদী রচনায় প্রাচীন বৈয়াসিকী-চেতনা আর ঋষি বিশ্বামিত্রের লুপ্তপ্রায় ব্রহ্মঘােষ বা দুর্ব্যাখ্যা-মূৰ্ছিত বেদ-সংহিতা এই ছয়টি খোণ্ডে যেন পুনরুজ্জীবিত।
বই গুলি পড়তে ডাউনলোড করুন-
কোন মন্তব্য নেই