sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচনা সমগ্র(ইবুক)

Image result for আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
রামেন্দ্রসূন্দরের জন্ম হয়েছিল 1864 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার জেমো গ্রামে। তিনি একজন বিশাল মাপের বিজ্ঞানচিন্তক, খ্যাতিমান লেখক, সমাজসেবী, দর্শন ও সাহিত্যবেত্তা, স্বদেশপ্রেমী এবং সমকালে অতি সম্মানিত প্রজ্ঞাযুক্ত রসায়নশাস্ত্রের অধ্যাপক। সাথে সাথে পদার্থবিদ্যায় অমিত পরিমাণের জ্ঞানের অধিকারীও বটে। নানা ক্ষেত্রে তাঁর উজ্জ্বল ও সমুন্নত উপস্থিতি বিস্ময় জাগায়। বিজ্ঞানের অধ্যাপক হওয়া সত্বেও সাহিত্যের মননশীল প্রান্তরে তিনি স্বচ্ছন্দ পরিব্রাজক, দর্শনের গভীরতম উপলব্ধিতে ঋষিতুল্য উপাসক ৷ সেকালে যেসব প্রাগ্রসর গুণিমানী বঙ্গসংস্কৃতির সর্বোচ্চ ও সর্বজনমান্য সম্মানের প্রতিষ্ঠান ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ'-এর প্রতিষ্ঠা করেন, রামেন্দ্রসুন্দর তাঁদের অন্যতম। আজীবন নানাভাবে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন ৷ তাঁর জন্মসার্ধশতবর্ষে বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্প্রতি নতুন করে প্রকাশ করেছেন 'রামেন্দ্ররচনা সংগ্রহ’৷ নিঃসন্দেহে অমূল্য সম্পদ। এই বঙ্গসম্তান পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে সে দেশের তৎকালীন প্রাগ্রসর ও উন্নত জ্ঞান-বিজ্ঞান-দর্শনকে অধিকার করে আত্তীকরণ করেছিলেন, আর দ্বিভাষিকতার অধিকার বলে যুক্তিবাদ আর মননশীলতায় যুগধর্মকে যেমন অনুভব করেছিলেন, তেমনি সেই যুক্তিবাদ ও মননশীলতার মাধ্যমেই প্রাচ্যের মূল্যায়ন করে এর সারবত্তাকে সসম্মানে প্রতিষ্ঠা দিয়েই নতুন ভারতকে জ্ঞান-বিজ্ঞানের যুক্তিবাদী ও যুগধর্মের সহায়ক প্রগতিশীল দৃঢ়পিনদ্ধ ভিত্তিভুমিতে প্রতিষ্ঠার ব্রত গ্রহণ করেছিলেন৷ তিনি সেকালে রবীন্দ্রনাথের মতোই অনুভব করেছিলেন 'দিবে আর নিবে মিলাবে মিলিবে”, অর্থাৎ অতীত গরিমা থাকা সত্বেও আমাদের এ দেশ পাশ্চাত্য দেশগুলোর সেকালীন জ্ঞান-বিজ্ঞান যে প্রবল গতিতে, বিপুল প্রাণশক্তিতে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করছিল, তাকে অর্জন ও আত্তীকরণের দ্বারা স্বদেশের জ্ঞানের ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিজস্ব গতিপথ নির্মাণ না করতে পারলে এদেশ এগিয়ে যেতে পারবে না।

আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচনা সমগ্র।
ডাউনলোড লিংক- 
             





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.