মনসা দেবির পূজা মাহাত্ম্য
সবাইকে মনসা পূজার প্রীতি ও শুভেচ্ছা-
আমরা জ্ঞান-কর্ম-ভক্তি পথে নিজ সাধনার সুবিধার্থে, সহজ পদ্ধতির উপায় হিসাবে ঈশ্বরের স্বগুণ নির্গুণ উপাসনা করি। তেমনি সৃষ্টির নানাবিধ শক্তিকে নানা দেবী হিসাবে আমরা পূজা করে আসছি। 'মনস' শব্দের উত্তর স্ত্রীলিঙ্গের আপ প্রত্যয় করে ‘মনসা’ শব্দের উৎপত্তি। ব্যুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবতা। মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন। কিন্তু দেবী রূপে মনসা কি চিন্তনের কোন বিষয়? মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়, মনন কে সুখময় করার জন্য মন্ত্রের উদ্ভব। মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে। সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। তাই মনসার উৎপত্তি যেমন আর্যঋষি'রা দেখিয়েছেন বিষহরী দেবীরুপে তেমনি বিষহরণ করে মনকে বিষযুক্ত করারও ব্যবস্থা তার হাতে। সাপের দাঁতে বিষ আছে কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না। কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দংশিত স্থানে বিষ ছড়ায়। তাই মনে বিষ হলো হিংসা ক্রোধ, লোভ এগুলো দূর করার দেবী মনসা। চিন্তা থেকে আমাদের মুক্তি নেই তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয় তার চেষ্টাই আমাদের করতে হবে-এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা।
সরস্বতীর মতো দেবী মনসার বাহন হংস। বাহনকে দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মনসাও জ্ঞানযুতা, জ্ঞানলক্ষণা। দেবী মনসার জ্ঞানশক্তি মনোময়। শুদ্ধযোগ ও আধ্যত্ম জ্ঞানের সাধন সিদ্ধি দেবী মনসার দান।
মনসাদেবীর প্রনাম মন্ত্র-
অস্থিকস্য মুনোর্মাতা ভগিনি-বাসুকেস্তথা।
জগৎকারুমুনেঃপত্নী মনসা দেবী নমোহস্তুতে॥
সরলার্থঃ- আস্তিক মুনির মাতা,নাগরাজ বাসুকির ভগ্নী,জরতকারু মুনির পত্নী মনসা দেবীকে প্রণাম করি।।
#শ্রী কৃষ্ণকমল (মিন্টু)।
সনাতন সংগঠন, বাংলাদেশ।
আমরা জ্ঞান-কর্ম-ভক্তি পথে নিজ সাধনার সুবিধার্থে, সহজ পদ্ধতির উপায় হিসাবে ঈশ্বরের স্বগুণ নির্গুণ উপাসনা করি। তেমনি সৃষ্টির নানাবিধ শক্তিকে নানা দেবী হিসাবে আমরা পূজা করে আসছি। 'মনস' শব্দের উত্তর স্ত্রীলিঙ্গের আপ প্রত্যয় করে ‘মনসা’ শব্দের উৎপত্তি। ব্যুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবতা। মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন। কিন্তু দেবী রূপে মনসা কি চিন্তনের কোন বিষয়? মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়, মনন কে সুখময় করার জন্য মন্ত্রের উদ্ভব। মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে। সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। তাই মনসার উৎপত্তি যেমন আর্যঋষি'রা দেখিয়েছেন বিষহরী দেবীরুপে তেমনি বিষহরণ করে মনকে বিষযুক্ত করারও ব্যবস্থা তার হাতে। সাপের দাঁতে বিষ আছে কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না। কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দংশিত স্থানে বিষ ছড়ায়। তাই মনে বিষ হলো হিংসা ক্রোধ, লোভ এগুলো দূর করার দেবী মনসা। চিন্তা থেকে আমাদের মুক্তি নেই তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয় তার চেষ্টাই আমাদের করতে হবে-এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা।
সরস্বতীর মতো দেবী মনসার বাহন হংস। বাহনকে দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মনসাও জ্ঞানযুতা, জ্ঞানলক্ষণা। দেবী মনসার জ্ঞানশক্তি মনোময়। শুদ্ধযোগ ও আধ্যত্ম জ্ঞানের সাধন সিদ্ধি দেবী মনসার দান।
মনসাদেবীর প্রনাম মন্ত্র-
অস্থিকস্য মুনোর্মাতা ভগিনি-বাসুকেস্তথা।
জগৎকারুমুনেঃপত্নী মনসা দেবী নমোহস্তুতে॥
সরলার্থঃ- আস্তিক মুনির মাতা,নাগরাজ বাসুকির ভগ্নী,জরতকারু মুনির পত্নী মনসা দেবীকে প্রণাম করি।।
#শ্রী কৃষ্ণকমল (মিন্টু)।
সনাতন সংগঠন, বাংলাদেশ।
কোন মন্তব্য নেই