প্রার্থনা আমাদের ঐক্য করাবে
সনাতনের স্বস্তিক সভা
কথায় আছে Pray Together Stay Together যদি আমরা একসাথে প্রার্থনা করি তাহলে আমরা একসাথে থাকতে পারব। আমাদের মধ্যে ঐক্য গড়বে। প্রার্থনার এই রকম শক্তি আছে।
বর্তমান হিন্দুদের করুন অবস্থার একটি কারন হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না। আমাদের যদি সঙ্ঘ শক্তি না থাকে তাহলে আমরা অন্যান্য ধর্মাবলম্বী থেকে পিছিয়ে পড়ব। তাই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সাপ্তাহে একবার হলেও আমাদের প্রার্থনায় বসতে হবে।
আমাকে যদি প্রশ্ন করে হিন্দুরা এক হতে পারে না কেন তখন আমি বলব তারা প্রার্থনা করে না একসাথে। মুসলিমরা এত শক্তি পায় তারা অন্তত জুম্মার নামাজে সবাই একসাথে প্রার্থনা করে। তাদের একজনের কিছু হলে অন্য সবাই ছুটে আসে।
আমরা দেখি শ্রীমদ্ভাগবতে প্রচেতারা তারা একসাথে প্রার্থনা করেছিল যার কারনে ভগবান তাদের দেখা দিয়েছে। আর ভগবান বলেছিল, আমি তোমাদের প্রার্থনায় আসি নাই আমি এসেছি তোমরা একসাথে প্রার্থনা করেছ সেটা দেখে তাই আমি তোমাদের বর প্রদান করব।
আগে বৈদিক যুগে একসাথে প্রার্থনা করা সিস্টেম ছিল অন্তত ত্রিসন্ধ্যায়। কিন্তু বিভিন্ন কারনে সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। যে যার স্বতন্ত্রভাবে তার মতকে প্রতিষ্ঠা করার জন্যে প্রার্থনা করছে। তাই আমাদের হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে না।
আর আমাদের মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন মত ও পথের অনুসারী সেজন্যে আমাদের সকলের প্রার্থনা এক হয় না। যার কারনে বর্তমান মা বাবাও আর সন্তানদের এই শিক্ষা দিচ্ছে না এবং তাদের মন্দিরে যাওয়ার ব্যাপারে অনুৎসাহিত করছে।
তাই এই সমস্যার সমাধানের জন্য আমাদের সনাতন থেকে মাসে ২ বার বা তিনবার স্বস্তিক সভার আয়োজন করা হয় বিভিন্ন মন্দিরে। যেখানে আমাদের বর্তমান কলিযুগের প্রেক্ষাপটে ওম আর বৈদিক স্বস্তি মন্ত্র উচ্চারন করা হয় তার সাথে আছে যুগধর্ম হরিনাম। যা শাক্ত, বৈষ্ণব, শৈব্য, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বৈত অদ্বৈতবাদ সকলে একসাথে প্রার্থনা করতে পারবে। যেহেতু সকলের ঈশ্বর এক তাই সে যে মতাবাদের হোক না কেন তার সেই মতবাদকে মেনে এই প্রার্থনায় যোগদান করতে পারে। এর ফলে আমাদের সকলের মাঝে হিন্দুত্ব ঐক্য বৃদ্ধি পাবে আর আমাদের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ পাবে। যেহেতু এটা স্বস্তিবাচক প্রার্থনা এখানে কোন বর্ণপ্রথার বা জাতপাতের কোন গন্ধ নাই সবাই একসাথে প্রার্থনা করতে পারবে।
তাই সকলে আসুন এই স্বস্তি সভায় আর একসাথে প্রার্থনা করার জন্য সকল হিন্দুদের এক করুন।
জয় সনাতনের জয়, প্রার্থনায় হোক আমাদের মূল শক্তি।
শ্রীসংকীর্তন মাধব
কোন মন্তব্য নেই