sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

কন্যাদায়গ্রস্ত পিতা সুধীর পালকে অর্থ সহায়তা(সনাতন চাঁদপুর ইউনিট)

হৃদয় দাস(চাঁদপুর ইউনিট)
নিজ সম্প্রদায়ের উন্নয়ন ও সহোযোগীতায় এক অনন্য সংগঠন সনাতন। প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনের অবদান অপরিমেয়। শিক্ষাবৃত্তি, আর্থিক সহোযোগীতা, সামাজিক কুসংস্কার ইত্যাদিসহ নানান সমাজ সংস্কারে সনাতন সদা অগ্রনি ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ চাঁদপুর জেলার শাহ্‌রাস্তী পৌরসভার ৭ং ওয়ার্ডের এক দরিদ্র পিতা সুধীর পালের কন্যার বিয়েতে সনাতন সংগঠনের পক্ষ থেকে যৎসামান্য কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়।
আমরা সবাই সমাজে একে অন্যের সহোযোগীতায় এভাবেই এগিয়ে যাব।
#জয়তু সনাতন সংগঠন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.