sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

অঙ্গিরসঃ


ইনি ব্রহ্মার দ্বিতীয় পুত্র, ভাৰ্য্যার নাম শুভা। বৃহস্পতি আঙ্গিরার পুত্র এবং ভানুমতী তাঁর প্রথম কন্যা। দ্বিতীয় কন্যা রাগা। তৃতীয় কন্যা সিনিবালী। চতুর্থ-অর্ব্বিস্বতী। পঞ্চম –হবিস্বতী। ঘষ্ঠ— পুণ্যজনিক; অপর নাম কুহু।
মহাভারতে কথিত আছে যে, মহর্ষি অঙ্গিরা একবার কঠোর তপস্যা আরম্ভ করলেন। তপোবলে তার শরীরের প্রভায় জগৎ ঢেকে গেল। সেই সময়ে অগ্নিও তপস্যা করছিলেন। তিনি ভাবলেন, ‘তপস্যায় থাকাতে আমার তেজ নষ্ট হয়েছে, বোধ করি ব্ৰহ্মা সে কারণ অন্য অগ্নির সৃষ্টি করে থাকবেন।’ তারপর হুতাশন দেখতে পেলেন, অঙ্গিরা অগ্নিসদৃশ হয়ে জগতে তাপ দিচ্ছেন। তখন আঙ্গিরা অগ্নিকে দেখে বললেন, ‘আপনি শীঘ্র অগ্নি হয়ে নিজের অধিকার গ্রহণ করুন। আমি আপনার পুত্র হব।’ এই প্রার্থনা অনুসারে অগ্নি নিজের অধিকার নিলেন এবং অঙ্গিরা বৃহস্পতি নামে অগ্নির পুত্র হলেন। (বনপর্ব্ব ২১৬, ২১৭, ২১৮ অধ্যায়)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.