অগ্নিদগ্ধ দোকানের ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সনাতনের ভুমিকা-
সনাতন ভুজপুর ইউনিট কোর্ডিনেটর-
"সকলের তরে সকলে আমরা-প্রত্যেকে আমরা পরের তরে"
সনাতন সংগঠন সুয়াবিল ইউনিয়ন শাখা বারমাসিয়া চা বাগান কর্মীদের পাঁচটি দোকান গত ৩০/৫/২০১৯ সকাল ৬.৩০ মিনিটে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা সনাতনের সকল কর্মী সদস্যরা তাদের এই বিপদের সময় পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ শুরু করি। সংগ্রহীত অর্থ তাদের হাতে তুলে দিয়ে এই ইভেন্টটি সফলভাবে সমাপন করা হয়েছে। গতকাল সম্ভাব্য ভুজপুর থানা সম্মানিত সদস্যগণ ও সুয়াবিল ইউনিয়ন কমিটি সদস্য উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ সনাতনের কর্মী সৈকত কুর্মী রুবেল সহ মোট পাঁজনের জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। সাধ আছে সাধ্য নেই তারপর নিজেদের যতটুকু ছিলো আমরা চেষ্টা করেছি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কার্যক্রমে যারা অর্থ বিকাশে পাঠিয়েছেন এবং সরাসরি আমাদের সাথে ছিলেন।
সনাতন সংগঠনের জয় হোক যা অর্থনৈতিক, শিক্ষা, সামাজিক ও ব্যক্তি ( সাংস্কৃতিক) উন্নয়নে মূল লক্ষ্য হিসেবে কাজ করছে।
ধন্যবাদ।
শ্রী রূপম ভট্টাচার্য ঝলক।
সংগঠক, সনাতন সংগঠন।
কোন মন্তব্য নেই