sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

ষষ্ঠী দেবী


সবাইকে ষষ্ঠী রূপে ঈশ্বরের মাতৃশক্তির প্রীতি ও শুভেচ্ছা
স্কন্ধপুরাণে ১২ মাসের ১২টি ষষ্ঠীর পৃথক পৃথক নাম দেখতে পাওয়া যায়। যথা- বৈশাখমাসে চান্দনীষষ্ঠী, জ্যৈষ্ঠে অরণ্যষষ্ঠী, আষাঢ়ে কাৰ্দ্ধমীষষ্ঠী, শ্রাবণে লুণ্ঠনষষ্ঠী, ভাদ্রমাসে চপেটিষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গাষষ্ঠী, কাৰ্ত্তিকমাসে নাড়ীষষ্ঠী, অগ্রহায়ণে মূলকষষ্ঠী, পৌষে অন্নষষ্ঠী, মাঘমাসে শীতলষষ্ঠী।
প্রতিমাসের এই সকল ষষ্ঠীতে ষষ্ঠী ব্রত করা বিধেয়। এই ব্ৰত কল্পে ষষ্ঠীপূজার বিধান অনুসারে দেবীর পূজা করে ষষ্ঠীর কথা শ্রবণ করতে হয় এবং ঐ দিনে অন্নভোজন না করে ফলমুলাদি ভোজন করে থাকতে হয়।
জ্যৈষ্ঠমাসের ষষ্ঠীর নাম অরণ্যষষ্ঠী। ঐ দিন অরণ্যষষ্ঠীব্রত করতে হয়। এই ষষ্ঠী জামাইষষ্ঠী নামে খ্যাত। এই দিনেও যষ্ঠীপুজা ও ছয়প্রকার ফল ষষ্ঠীদেবীর উদ্দেশে উৎসর্গ করে পুত্র বা জামাতা প্রভৃতিকে দিতে হয়। এইদিনে স্ত্রীগণ স্নান করার কালে তালবৃন্ত হতে করে স্নান করেন এবং স্নানের পর সস্তানদেরকে ঐ তালবৃন্ত দ্বারা বাতাস করে থাকেন।
তিথিতত্ত্বে লেখা আছে যে, ঐ ষষ্ঠী তিথিতে স্ত্রীগণ তালবৃন্ত ও অন্যান্য পূজার দ্রব্যা’দি নিয়ে বনগমন পূর্বক অরণ্যষষ্ঠ দেবীকে পূজা করে তার উপাখ্যান শ্রবণ ও ব্ৰতাচরণ করে ঐ দিন ফলমূলাদি সেবন করে থাকবে, এভাবে এই অরণ্যাষষ্ঠী ব্রত করলে সন্তান সন্ততি দীর্ঘায়ুঃ ও ঐশ্বৰ্য্যশালী হয়।
এই ষষ্ঠী পূজার বিধান এরকম-
ষষ্ঠী তিথিতে স্নান করে যথাবিধানে স্বস্তিবাচন করে সঙ্কল্প করবেন। বিষ্ণুর্নমোহদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠ্যাং তিথৌ অমুকগোত্রা শ্রীঅমুকী দেবী শুভসন্ততিপ্রাপ্তিকাম গণপত্যাদি নানা দেবতার পূজা পূর্বক- বিন্ধ্যাবাসিনীং স্কন্দষষ্ঠীং পূজয়িষ্যে।
এইরকম সঙ্কল্প করে আসনশুদ্ধি, জলগুদ্ধি ও গণেশাদি দেবতার পূজা করে পরে ষষ্ঠীর ধ্যান করে পূজা সমাপন করবে। ধ্যান-
ওঁ দ্বিভূজাং যুবতী ষষ্ঠীং বরাভয়যুতাং স্মরেৎ।
গৌরবর্ণাং মহাদেবীং নানালঙ্কারভূষিতাং।
দিব্যবস্ত্রপরিধানাং বামক্রোড়ে সুপত্রিকাং।
প্রসন্নবদনাং নিত্যাং জগদ্ধাত্রীং সুখপ্রদাং।
সৰ্ব্বলক্ষণসম্পন্নাং পীনোন্নতপইয়োধরাং।
এবং ধ্যায়েং স্কন্দষষ্ঠী সৰ্ব্বদা বিন্ধ্যবাসিনীম্‌ "
এই ধ্যানে যথাবিধানে পুজা করে নিম্নোক্ত মন্ত্রে প্রণাম করিবে।
প্রণাম মন্ত্ৰ- “জয় দেবি জগন্মাতর্জগদানন্দকারিণি।
প্রসীদ মম কল্যাণি নমস্তে ষষ্ঠীদেবি! তে॥"
এই মন্ত্রে প্রণাম করে ব্ৰতকথা শ্রবণ করবে। ভবীষ্য পুরাণে এই দেবীর ব্রত উপাখ্যান বর্ণিত হয়েছে।
#সনাতন সংবেদ, কৃষ্ণকমল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.