অজপা কি?
অজপা (স্ত্রী) যত্নেন বিনা জপ্যা ন জপ কর্ম্মাণি অচ্। হংস মন্ত্র। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। আমরা প্রত্যহ যে নিশ্বাস গ্রহণ করি ও প্রশ্বাস ত্যাগ করি তাহার কিয়দংশ দেবতারা-ভোগ করেন। বিশ্বাদর্শে লিখিত আছে—
অযুতে স্বে সহস্ৰৈকং ষট্শতানি দিবানিশোঃ।
ভবন্তি হংসজপ্যানি নিশ্বাসোচ্ছাসনামতঃ।
ঘট্ শতানি গণেশস্য ঘট্ সহস্রং প্রজাপতেঃ।
গদাপাণেঃ ষট সহস্রং ষট্ সহস্রং ত্রিলোচনে।
সহস্ৰং স্যাদাত্মনস্তু সহস্ৰস্তু গুরুদ্বয়ে।
পরমাত্মনি সহস্ৰংস্যাদিতি সংখ্যা নিবেদয়েৎ।
রাত্রি দিনের মধ্যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সংখ্যা ২১,৬০০ বার। এর নাম হংসমন্ত্র জপ। এই জপের মধ্যে ৬০০ গণেশের, ৬০০০ প্রজাপতির, বিষ্ণুর ৬০০০, শিবের ৬০০০, নিজের ১০০০, এবং পরমাত্মার ১০০০।
নিঃশ্বাস প্রশ্বাসে এক একটি দেবতার অধিকার আছে, এ কথার তাৎপর্য্য কি আমরা বুঝতে পারি না। উপরে শ্বাস প্রশ্বাসের যে প্রকার সংখ্যা লেখা হয়েছে, আধুনিক মতে সঙ্গে তার বিশেষ অনৈক্য নেই। কোএটেনেটের মতে শিশু ভূমিষ্ঠ হলে প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাসের সংখ্যা ৪৪, পাঁচ বৎসর বয়ঃক্রমে ২৬। এভাবে বয়ঃক্রম, শীতগ্রীষ্ম এবং খাদ্য সামগ্রীর প্রভাবে শ্বাস প্রশ্বাসের সংখ্যা কম বেশী হয়ে থাকে। সুস্থ যুবক ব্যক্তির শ্বাস প্রশ্বাসের সংখ্যা গড়ে প্রতি মিনিটে ২০ বার ধরলে সমস্ত দিন রাত্রে ২৮,৮০০ বার হয়। আমাদের শাস্ত্রকারেরা ২১,৬০০ সংখ্যা গণনা করেছেন, অতএব এই উভয়ের মধ্যে অধিক প্রভেদ নেই।
হং অর্থাৎ নিঃশ্বাস তুলে নিতে অধিক সময় লাগে না। স অর্থাৎ নিঃশ্বাস ফেলতে অপেক্ষাকৃত অধিক সময় লাগে। পুরুষের পক্ষে এই দুই ক্রিয়ার অনুপাত যথা ১০:১২। শিশু এবং স্ত্রীলোকের পক্ষে যথা ১০:১৪।
কোন মন্তব্য নেই