অজাতশত্রু
ন জাতঃ শত্রুর্যস্য অথবা জাতস্য জীব মাত্রস্য ন শত্রুঃ।
ইনি কাশীর রাজা। লোকে একে জনক বলে সম্বোধন করত। বেদ আদি সমস্ত শাস্ত্রে অজাতশত্রুর প্রগাঢ় বুৎপত্তি ছিল। কৌষিতকী ব্রাহ্মণ উপনিষদে এবং শাতপথ ব্রাহ্মণে তার ধর্ম জ্ঞানের বিষয় বলা হয়েছে। মহারাজের বেদ আদিতে এমন বুৎপত্তি জন্মেছিল যে, তিনি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণদের ধর্ম শাস্ত্রে উপদেশ দিতে পারতেন।
একবার মহর্ষি গার্গ্য কাশীতে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে মহারাজকে বললেন- ‘আমি আপনাকে ব্রহ্ম জ্ঞান সম্বন্ধে কিছু উপদেশ দিব।’
রাজা বললেন,- বেশ আপনি আমাকে উপদেশ করুন, আমি সহস্র ধেনু পুরস্কার দিব।
কিন্তু গার্গ্য রাজাকে অধিক উপদেশ দিতে সমর্থ হলেন না। বরং তিনি নিজে ব্রাহ্মণ হয়ে অজাতশত্রুর কাছে ব্রহ্মাজ্ঞান সম্বন্ধে উপদেশ পাবার জন্য অভিলাষ প্রকাশ করলেন।
কোন মন্তব্য নেই