sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

অণীমাণ্ডব্য


মাণ্ডব্য
অণীমাণ্ডব্য (পুং) অণী শূলাগ্রং তদ্যুক্তো মাণ্ডব্যঃ। (ইতি মহাভারত টীকায়াং নীলকণ্ঠঃ)। 
    ইনি একজন বৈদিক মুনিবিশেষ। বিদুরের জন্মবৃত্তান্তে লেখা আছে যে, মাণ্ডব্য নামে জনৈক মুনি একটি বৃক্ষতলে তপস্যা করছিলেন। এক দিন কয়েক জন চোর চুরিকরা দ্রব্য নিয়ে তাঁর আশ্রমের ভিতরে লুকিয়ে থাকল। নগরের প্রহরিগণ সন্ধান করতে করতে সেখানে এসে দেখতে পেল যে, চোরেরা কুটিরের মধ্যে লুকিয়ে আছে। রক্ষকেরা, অপহৃত ধন, চোর এবং মুনিকেও তস্কর ভেবে রাজসভায় নিয়ে গেল। 
    পুরাতন কালের কথা, তখন ন্যায়পরায়ণতা ও ধৰ্ম্মভয় অধিক ছিল, মানুষকে চোর বললেই সে চোর হোত,—তবে মিছামিছি বিচারে আর কাজ কি ? চোর আসল, অমনি শূলে চড়াবার আজ্ঞা দেওয়া গেল। রাজার সদ্বিচারে মাণ্ডব্য চোরের সঙ্গে চোর হয়ে শূলের উপর বসলেন। চোর মরল, মাগুব্যের কঠিন প্রাণ বের হল না। 
    শেষে রাজা অনেক অনুনয় বিনয় দ্বারা মুনিকে তুষ্ট করে শূল বের করতে গেলেন, শুল টেনে বের করা গেল না; মুনির শরীরে আটকে গেছে। কাজেই আর তো উপায় নেই; শরীরের ভিতরে যে অংশ ছিল তা থাকল, বাইরের অংশটুকু কেটে দিলেন। 
    যিনি তপস্যা বৈ আর কিছু জানেন না, তাঁর কপালে এমন বিপদ কেন ? এটা জানবার জন্য এক দিন ধৰ্ম্মরাজকে মাণ্ডব্যমুনি সকল কথা জিজ্ঞাসা করলেন। ধৰ্ম্মরাজ বললেন,—তুমি বালক কালে পতঙ্গের শরীরে তৃণ ঢুকিয়ে দিয়েছিলে, তাই তোমার এমন শাস্তি হয়েছে। মাণ্ডব্য ক্রুদ্ধ হয়ে বললেন,-‘তথন আমি অজ্ঞান শিশু ছিলাম। তুমি অল্প অপরাধে আমার গুরু দণ্ড করেছ, অতএব তুমি শূদ্ৰযোনিতে গিয়ে জন্মগ্রহণ কর। আজ হতে আমি এই নিয়ম করছি যে, চতুর্দশ বৎসর বয়ঃক্রম না হলে বালকদের পাপ জন্মিবে না’। এই শাপে ধর্মরাজ বিদুর রূপে শূদ্রযোনিতে জন্ম নিয়েছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.