sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

ধর্ম ধার্মিককে বাঁচাবে নাকি ধার্মিক ধর্মকে বাঁচাবে?

বর্তমান সময়ের প্রেক্ষিতে বলতে হলে দ্বিধাহীন ভাবেই বলা যায় যে, ধার্মিকরাই ধর্মকে বাঁচাতে সংগ্রাম করে যাচ্ছে। ধর্ম ধার্মিক'কে রক্ষা করতে পারছেনা। ধর্মতো কখনোই ব্যর্থ বা অকার্যকর হতে পারেনা। ভজন পুজনও তো কম হচ্ছেনা। তথাপি কেন ধার্মিকরাই ধর্মকে রক্ষা করতে হচ্ছে? ধর্ম কেন ধার্মিক'কে রক্ষা করতে পারছেনা?

সূর্য পশ্চিমে হেলে পড়েছে। ধর্ম খোলা প্রান্তর দিয়ে হেঁটে চলেছে। হঠাত থমকে দাঁড়িয়ে দেখল ছায়াটা নিজ অপেক্ষা অনেক বড়। ধর্মের উপর নির্ভর করে থাকা হরিপদ দৃশ্যটাকে দেখতে পেয়ে অবাক হল। সে ভাবছে এতোদিন কার চর্চা করেছি? ধর্ম নামক ঐ ছোট অস্তিত্বটার? তাঁর ছায়া যে তাঁর থেকে অনেক বড় সেটা তো বুঝতে পারিনি। ঠিক সেই সময় থেকে হরিপদ ধর্মকে অবহেলা করতে শুরু করল এবং ছায়াকে শ্রদ্ধা, ভক্তি করতে শুরু করল।

এতোদিন ধর্ম হরিপদকে রক্ষা করেছিল। যখন ধর্ম বুঝতে পারল হরিপদ দিকভ্রান্ত, ছায়ার প্রতি তাঁর আস্তা বেশি তখন হরিপদকে সহায়তা করা বন্ধ করে দিল। হরিপদ এর পর থেকে একেকটা প্রতিকুলতার মুখমুখি হতে লাগল এবং নিজের অস্তিত্ব প্রাই বিলীন হওয়ার অবস্থায় চলে এলো। হরিপদ তখন ছায়াকে টিকিয়ে রাখার সংগ্রামে রত হল। কিন্তু সে তখনও বুঝতে পারলো না যে, ছায়া সহায়তা করতে পারবেনা।
শ্রীঅশোক চক্রবর্তী
সনাতন সংগঠন-বাংলাদেশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.