বস্তুগত উপযোগিতা পেতে হলে বিজ্ঞান চর্চা করতেই হবে
শ্রীরামের পূর্ব পুরুষ রাজা ভগীরথের ৬০ হাজার সন্তান জন্ম নেওয়ার পদ্ধতি আর মহাভারতের গান্ধারীর ১০০ শত পুত্র জন্ম দেওয়ার পদ্ধতিগত প্রক্রিয়ার বিবরণ একই ধরণের। অর্থাৎ রামায়ণ ও মহাভারত উভয় ঐতিহাসিক গ্রন্থেই এর উল্লেখ আছে। রামায়ণের শুরুতেই সাগর রাজা যখন গঙ্গা নদীকে হিমালয় থেকে নামিয়ে আনছিলেন তখন নদীর আগমন দেখতে দেবতারা বিমানের ব্যবহার করেছেন বলে উল্লেখ আছে। আবার বহু বছর পর রাবণ বিমানের ব্যবহার করেছে বলে উল্লেখ আছে।
বিজ্ঞান চর্চার মাধ্যমেই ঐ সব অর্জনকে প্রাপ্ত করা সম্ভব হয়েছিল। তাহলে এই জাতি কেন বিজ্ঞান চর্চা ছেরে ঋক্ত ও শূন্য হচ্ছে?
বিমানে উড়তে না চেয়ে মন্ত্র বলে উড়তে চাইলে বিমান আর বানানো হবেনা শুধু মন্ত্রই উচ্চারণ করে যেতে হবে।
শ্রীঅশোক চক্রবর্তী
সনাতন সংগঠন-বাংলাদেশ।
কোন মন্তব্য নেই