সনাতন এর আহবান-
দীপাবলীর ধর্মীয় আচারে মোমবাতি নয় ঘী বা তেলের বাতি জ্বালাতে বলা হয়েছে।
যেমন কালিকা পুরাণে-
ঘৃতপ্রদীপঃ প্রথমস্তিলতৈলোদ্ভষস্ততঃ ॥
সার্ষপঃ ফলমির্যাসজাতোবা রাজিকোদ্ভবঃ।
দধিজশ্চাণুজশ্চৈব প্রদীপাঃ সপ্তকীর্ত্তিতাঃ ॥ (কালিকাপুরাণ)
অর্থ- ঘৃত প্রদীপ, তিল তৈলযুক্ত প্রদীপ, সরিষা তৈলযুক্ত, ফলনির্বাসজাত, রাই সরিষা জাত, দধি জাত ও অণুজ।
- তাহলে আমরা মোমবাতি কেন জ্বালাই?
মোমবাতি জ্বালানো অশুদ্ধ। আসুন আসছে দীপাবলিতে আমরা মোমবাতি জ্বালানো বর্জন করে ঘী বা তেলের প্রদীপ জ্বালাই।
#প্রচারে- সনাতন।
কোন মন্তব্য নেই