sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

অকাল কি- জানতে লেখাটি পড়ুন


অপ্রাপ্তঃ কালঃ, অপ্রশস্ত কাল। জ্যোতিষ মতে উপনয়ন বিবাহ আদি শুভ কর্মের অযোগ্য কাল‍‌। অকাল অনেক, তার মধ্যে স্থূল স্থূল বিবরণ গুলি এখানে লেখা হয়েছে। 
বৃহস্পতি অস্ত যাবার পূর্বে বৃদ্ধত্বে ১৫ দিন কালাশুদ্ধি এবং তার পরে ৩২ দিন। বৃহস্পতির উদয়ের পর বালত্বে ১৫ দিন। বৃহস্পতি এবং সূর্য্যের যোগে ১০ দিন। সিংহ রাশিতে বৃহস্পতি থাকলে স্থূল এক বৎসর। এর বিশেষ এই, যদি মাঘ মাসের পূর্ণিমাতে মঘা নক্ষত্রের যোগ থাকে তবেই এ প্রকার কালাগুদ্ধি হবে, অন্যথা হবে না। বৃহস্পতির এক রাশিতে স্থিতি কাল সমাপ্ত না হতে যদি তিনি পূর্ব রাশিতে গমন করেন, তবে এই বক্রাতিচারের জন্য ২৮ দিন অশুদ্ধ। বৃহস্পতি যদি পুর্ব রাশিতে এক বৎসর ভোগ না করে অন্য রাশিতে গমন করেন এবং পরে ও আর পূর্ব রাশিতে না আসেন, তবে এই মহাতিচার কে লুপ্ত সম-বৎসর বলে। লুপ্ত সম-বৎসরে এক বর্ষ অশুদ্ধ। বৃহস্পতির এক রাশিতে ভোগ কাল পূর্ণ না হলে যদি পর-রাশিতে গমন করেন, এবং পরে সেই পূর্ব রাশিতে ফিরে আসেন, তবে এই অতিচার হেতু ৪৫ দিন অশুদ্ধ। বৃহস্পতি রাহু গ্রস্ত হলে স্থূল এক বৎসর অকাল। 
শুক্রের মহান্তের পূর্বে বৃদ্ধত্বে ১৫ দিন। তাঁর মহান্তের পর ৭২ দিন। শুক্রের উদয়ে বালত্বে ১০ দিন। শুক্রের পাদান্তে ১২ দিন অকাল। তার বৃদ্ধত্বে ১০ দিন এবং বালত্বে ৩ দিন। ভানু লঙ্ঘিত মাসে ক্ষয় মাসে এবং মল মাসে এক মাস অশুদ্ধ। ভূকম্পাদি অদ্ভুত ঘটনায় সপ্তাহ। পৌষাদি চতুর্মাসের মধ্যে একদিন চরণাঙ্কিত বর্ষণে সেই দিন অশুদ্ধ। দুই দিন সেইরূপ বৃষ্টি হলে ৩ দিন। আর ৩ দিন সেইরূপ বৃষ্টি হলে বৃষ্টির শেষ দিন হতে সপ্তাহ অকাল এবং পূর্ব ২ দিন সমেত ৯ দিন অশুদ্ধ। হরি শয়নে চারমাস। চন্দ্র সূর্য গ্রহণে কর্ম বিশেষে কোথাও একদিন কোথায় তিন দিন, কোন স্থানে এক সপ্তাহ। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.