দুর্বলরা প্রতারিত ও নিগৃহীত হবে, সবলরাই টিকে থাকবে
একটা বোলতাকে সিংহও ভয়া পায়। কারণ কী? বোলতা কারো কোন ক্ষতি করেনা কিন্তু যদি কেউ তাদের ক্ষতি করবে বলে ওরা মনে করে, তবে সর্ব শক্তি দিয়ে আঘাত করে। সিংহের মত শক্তিশালী প্রানীর কানে, নাকে, চোখে, মাথায় কামড় বসিয়ে দেয়। সিংহ থেকে মানুষ অনেক বেশি হিংশ্র ও বুদ্ধিমান। কিন্তু রেগে থাকা বোলতা বা ভোমরাকে দেখলে মানুষও প্রাণ বাঁচিয়ে দৌরে পালায়।
পৃথিবীটাই এমন। আপনি রুখে দাঁড়াবেন তো অন্যায়কারীরা পিছিয়ে যাবে। আপনি সহ্য করবেন তো আপনার সম্পদ লুট করবে, আপনার ভিটা মাটি হরণ করবে, আপনার কন্যা-স্ত্রী'কে নিগৃহীত করবে। সংখ্যা লঘু বা সংখ্যা গুরুর বিষয় নয়, বিষয়টা মানসিকতার। সংখ্যা গুরুদের অনেকেই ভুক্তভোগী হয়। সংখ্যা গুরুরদের মধ্যে যারা নিরিহ ওরাই ভুক্তভোগী হয়।
এই বিষয়ে শতভাগ নিশ্চিত থাকুন যে, কোন দেবতা আপনাকে এসে রক্ষা করবেনা। স্বয়ং দেবতা হয়ে নিজেকে রক্ষা করতে হবে এবং দুর্বলদের সুরক্ষিত রাখতে হবে।
শ্রীঅশোক চক্রবর্তী
সনাতন সংগঠন-বাংলাদেশ।
কোন মন্তব্য নেই