sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

নিত্যপাঠ্যনাম শ্লোক

নিত্যপাঠ্যনাম

গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্ৰতা। 
ব্ৰহ্মাবলি র্ব্রহ্মবিদ্যা ত্ৰিসন্ধ্যা মুক্তিগোহিনী ৷ 
অৰ্দ্ধমাত্ৰা শ্চিদানন্দা ভবঘ্নী ভ্ৰান্তিনাশিনী। 
বেদত্ৰয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী৷ 
ইত্যেতানি জপন্নিত্যং নরো নিশ্চলমানসঃ। 
জ্ঞানসিদ্ধিং লভেন্নিত্যং তথাহন্তে পরমং পদম্‌॥ 
গীতামাহাত্ম্যে। 
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগেহিনী, অর্দ্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নী, ভ্রান্তি-নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী, যে নর অচঞ্চলচিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন, তিনি দিব্যজ্ঞান-সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন॥

ললাট মধ্যে হৃদয়াম্বুজে বা 
যঃ পশ্যতি জ্ঞানময়ীং প্রভাং তু। 
শক্তিং সদা দীপবদুজ্জ্বলন্তীং 
পশ্যন্তি তে ব্ৰহ্ম তাদেক দৃষ্ট্যা॥
যোগিষাজ্ঞবল্ক্যঃ। 
হৃৎপুণ্ডরীকমধ্যস্থাং প্রাতঃসূর্য্যসম প্রভাং 
পাশাঙ্কুশধরাং সৌম্যাং বরদাভয় হস্তকাম্। 
ত্ৰিনেত্ৰাং রক্তবসনাং ভক্তকামদুঘাং ভজে। 
দেবীভাগবত।
অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দ্দনম্। 
হংসং নারায়ণঞ্চৈব এতন্নামাষ্টকং শুভম্‌॥
ত্ৰিসন্ধ্যং যঃ পঠেন্নিত্যং পাপং তস্য ন বিদ্যতে। 
শত্রুসৈন্যং ক্ষয়ং যাতি দুঃস্বপ্নঃ সুস্বপ্নো ভবেৎ॥ 
গঙ্গায়াং মরণঞ্চৈব দৃঢ়া ভক্তিশ্চ কেশবে।
ব্রহ্মবিদ্যা প্রবোধশ্চ তস্মান্নিত্যং পঠোন্নরঃ॥ 
শ্রীব্রহ্মপুরাণে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.