sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রীতিলতা


১৯৩৪ সালে তিনি বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। চট্টগ্রামকে ব্রিটিশ উপনিবেশ থেকে ৪ দিনের জন্যে স্বাধিন রেখেছিলেন মাস্টারদা সূর্য সেন ও তাঁর সাথিরা। এটাই ছিল অবিভক্ত ভারতের প্রথম স্বাধিনতা। ভারত স্বাধিন হলো। পাকিস্থান নামক নরক থেকে বাংলাদেশ স্বাধিন হল। কিন্তু কোন রাষ্ট্রই তাঁদের প্রাপ্য সম্মান প্রদান করেনি।

১৯৩৪ সালে যখন নারীরা ঘর থেকেই বের হতোনা তখন এই বীর কন্যা মাত্র ২১ বছর বয়সে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব ভার গ্রহণ করেছিলেন। আক্রমনে নেতা আগে এবং প্রস্থানে নেতা পেছনে থাকেন। তাই সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে প্রস্থান করার সময় ধরা পরে যান। বন্ধি হলে তাঁর থেকে অন্য সাথিদের নাম বের করে তাঁদের ধরে নিয়ে অত্যাচার করবে এই ভাবে তিনি বন্ধেমাতরম বলে প্রাণ বিসর্জন দেন।

তাঁর প্রয়ানের পর ৮৫ বছর অতিবাহিত হয়েছে। মাঝে কত নারীর জন্ম হয়েছে আর কত নারীর মৃত্যু হয়েছে। প্রাই সবাই স্মৃতির অতল তলে হারিয়ে গেছেন। কিন্তু বীর কন্যা প্রীতিলতা এখনো আন্দোলন সংগ্রামের প্রেরণার প্রতিক হিসাবে জাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ এই বীর কন্যার জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
অশোক চক্রবর্তী 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.