sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সুয়াবিল ইউনিয়ন কমিটি গঠন



শ্রীসুমন দত্ত(চট্টগ্রাম জেলা কমিটি প্রচার সম্পাদক)-
গত ৩ই মে ২০১৯সাল সনাতন সংগঠনের উদ্যোগে বারমাসিয়া চা বাগানের দূর্গা মন্দিরে গীতা স্কুলের ছাএ ছাএীর সাথে মত বিনিময় এবং সুয়াবিল ইউনিয়ন গঠন কালে সকল কর্মীবৃন্দের সাথে সাংগঠনিক আলোচনায় করা হয়। সাংগঠনিকভাবে যারা কাজ করে যাচ্ছে ভুজপূর থানায় তাদের কথা না বললেই নয়, তাদের মধ্যে ঝলক দা, অনুপম দা, পার্থ দা, গোবিন্দ দা। ওনারা সংগঠনের জন্য নিবেদিত প্রান। ওনাদের সাথে কথা না বললে বুঝতে পারতাম না ওনারা কতটুকু সংগঠনকে ভালোবাসে। ওনাদের আন্তরিকতা দেখে আমি খবুই অভিভূত। সংগঠন করার মনমানসিকতা শিখতে হলে ওনাদের সাথে কথা বললে বুঝা যাবে ওনারা কতটুকু সংগঠনকে ভালোবাসে। অনেক অনেক ধন্যবাদ দাদাদের, আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের সাথে।
সুয়াবিল ইউনিয়ন কমিটি

গীতা স্কুল

গীতা স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়

সুয়াবিল ইউনিয়ন কমিটি



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.