sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

এ এক নতুন সকাল-


পূর্ণ ভূমিতে পূর্ণের জাগরণ হয়েছে
শাশ্বত ভারত স্বমহিমায় এগিয়ে যাওয়ার শুরু করছে আজ থেকেই। আশা করছি বিজয়িরা এই যাত্রায় ভুল ভ্রান্তিকে এরিয়ে সফলতার দিকে ধাবিত হবে। নরেন্দ্র দামোদর দাশ মোদীজীর পরিকল্পনা অনুসারে ভারতের পরবর্তী রাজনীতি পরিচালিত হবে। এমন পর্যায়ে ভারতকে নিয়ে যেতে হবে যে পর্যায়ে থেকে যে দলই ভারতে রাজনীতি করতে চায়, তাঁদের ভারতীয় পরম্পরা তথা সনাতন ভাবধারায় অটুট থেকেই রাজনীতি করতে হবে।

হিন্দু, ভারত মাতা, হর হর মহাদেব, জয় মা কালী/দুর্গা, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, সনাতন ধর্ম এই বিষয় গুলি নিয়ে সরকার ও বিরোধিদলের মধ্যে কোন মতভেদ থাকবেনা। যেই দিন এই ধারাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করা যাবে সেই দিন ভারত স্ব মহিমায় পুনঃ প্রতিষ্ঠিত হবে।

সেকুলার ভাবের কী হবে তাহলে?
হিন্দুরা কাছেই সেকুলার ভাব বজায়ে থাকে এবং সবার অধিকার নিশ্চিত থাকে। অন্যরা নিজেদের ছাড়া অন্যকাউকেই মুল্যায়ন করেনা বরং অত্যাচার করে। মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ, ইহুদী রাষ্ট্র গুলিতে দেখুন কাদের কী অধিকার সেখানে প্রতিষ্ঠিত আছে? মুসলিম রাষ্ট্র গুলিতে তো অন্যদের কোন অধিকার থাকেই না, তাই সেই আলোচনা করার কোন প্রয়জন নেই। বাকি থাকে খৃষ্টান, বৌদ্ধ ও ইহুদী দেশ গুলি। সেখানে সামাজিক পর্যায়ে অন্যদের প্রাধান্য দেওয়া হলেও রাজনীতিতে সবার প্রাধান্য থাকেনা। রাজনীতিই নীতি নির্ধারণ করে। সুতরাং রাজনীতিকে রাহু মুক্ত রাখতে হবে। সবার অধিকার থাকবে তবে ভারতের শাশ্বতভাবকে স্বীকার করেই সবাইকে এগিয়ে যেতে হবে।
শ্রীঅশোক চক্রবর্তী
সনাতন সংগঠন বাংলাদেশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.