sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন গুরুকূল ও নৈতিক শিক্ষা।


গত ১৫/০৩/২০১৯ তারিখ রোজ শুক্রবার বারমাসিয়া চা বাগানে সনাতন গুরুকুল ও নৈতিক শিক্ষা এবং শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের পাশাপাশি প্রানায়াম ও সনাতন সংগঠনের স্বস্তিক প্রার্থনা সভার শান্তি মন্ত্র পাঠ করানো হয়। তিন মিনিট নীরব প্রার্থনা শেখানো হয়। আজকের পাঠদান ও শিক্ষা পরিচালনা করে সনাতনের কর্মী ও কান্ডারি শ্রীমান প্রণজিৎ সেন।
‌প্রথমে মনস্তির করে ওঁ তিনবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে উচ্চারণ করানো হয়।।
‌এর পর শান্তি মন্ত্র
ওঁ সহ নাব্বতু।
সহ নৌ ভুনকতু।
সহ বীর্যং করবারহৈ।
তেজস্বি নাবধীত্মস্তু, মা বিদ্বিষাবহৈ।
ওঁ শান্তি,শান্তি,শান্তি ওঁ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.