sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সিলেট ইউনিটে মন্দির ভিত্তিক বিবাহ


সিলেট প্রতিনিধি- 
গত ১৩ই মার্চ ২০১৯ইং বুধবার সিলেটের বালুচর দুর্গা বাড়িতে সিলেট সনাতনের প্রবাসী সদস্য শ্রীমান নন্দন কুমার ধর এর মন্দির ভিত্তিক বিয়ে অনুষ্ঠিত হয়। এই যুগলদ্বয় সনাতন সংগঠনের আদর্শকে লালন করে মন্দির ভিত্তিক বিয়ের প্রচলনকে জোরদার করতে নিজেদের উদাহরণ হিসাবে স্মৃতির পাতায় ধরে রাখেন।
মায়ের আশীর্বাদ নিয়ে সম্পূর্ন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় মন্দির প্রাঙ্গণেই।
দুর্গামায়ের আশীর্বাদে নতুন দম্পত্তির জীবন মঙ্গলময় হোক...
একইদিনে এই বিয়ের ঠিক পরপর আরও একটি বিয়েও সম্পন্ন হয় মায়ের এই মন্দির প্রাঙ্গণে। সনাতন সংগঠনের পক্ষ থেকে এই নব দম্পতিদের সুখী সুন্দর ও কল্যানকর জীবন প্রার্থনা করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.