sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

ঐক্য গঠনে যুব সংগঠন গুলি সফল হয়েছে


যুব সংগঠন গুলি নিজেদের সাইনবোর্ড থেকে ঐক্যবদ্ধ হওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। যুব সংগঠন গুলি বার বার সেটা প্রমান করেছে। সনাতন সংগঠন ২০০৭ সাল থেকেই এই বিষয়কে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকের দিন পর্যন্ত অধিকার আদায়ের কোন আন্দোলন একক ভাবে করেনি, ভবিষ্যতেও করবেনা। ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসুচিতে ঐক্যবদ্ধ ব্যানার থাকে তাই সনাতন সংগঠন কখনোই সেখানে আলাদা ভাবে নিজেদের ব্যানার নেয়নি, নিবেও না। যুব সংগঠন গুলির প্রতি অনুরোধ আপনারাও অধিকার আদায়ের ক্ষেত্রে একক আন্দোলন করবেন না, ঐক্যবদ্ধ আন্দোলন করবেন। বিগত তিন বছর ধরে যুব সংগঠন গুলি ঐক্যবদ্ধ ভাবেই আন্দোলন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে নিজেদের ব্যানার না নিয়ে ঐক্যের ব্যানারকেই গুরুত্ব দিবেন।

যুব সংগঠন গুলি বিশ্বাস করে জাতির জন্যে সংগঠন, সংগঠনের জন্যে জাতি নয়।

প্রবীণদের নেতৃত্বে যে সব বড় সংগঠন আছে উনারা এখনো নিজ সংগঠনের ব্যানারকে জাতির স্বার্থ অপেক্ষা বড় বলে মনে করে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে নিজেদের ব্যানারের নিচে সবাইকে আনতে চায়। এই ভাবে ঐক্য আসবেনা। বৃহত্তর স্বার্থে সবাইকেই ছার দিতে হবে। জাতি গুরুত্বপূর্ণ হলে ব্যানারের মায়া ত্যাগ করতে হবে।
অশোক চক্রবর্তী
সনাতন সংগঠন
বাংলাদেশ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.