sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন স্বস্তিক সভা (দ্বিতীয়)


শুক্রবার অর্থাৎ ১১.০১.১৯ তারিখ; সন্ধ্যা সারে পাঁচটায় চট্টগ্রামের অভয়মিত্র ঘাটের নিত্যানন্দ ধামে সনাতন সংগঠনের দ্বিতীয় স্বস্তিক সভা অনুষ্ঠিত হবে। আপনাদের মধ্যে যারা চট্টগ্রামে আছেন তাঁদের সবাকেই এই স্বস্তিক সভায় অংশগ্রহণ করার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন। এই স্বস্তিক সভাতে আমরা সন্ধ্যা করার নিয়মের মধ্যেই যোগ ও প্রাণায়ামের চর্চাকে যুক্ত করে দিয়েছি। এর মাধ্যমে আপনার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব হবে। ৩০ থেকে ৪০ মিনিট সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হোন এবং নিজের জন্যে নিজের পরিবারের জন্যে অমুল্য জ্ঞান আহরণ করে নিন।

আমাদের প্রাই সবার অভিযোগ এই যে, আমাদের পরিবার আমাদের ধর্ম শিক্ষা দেয়নি, আমাদের মন্দির গুলি ধর্ম শিক্ষা দেয়না, স্কুল-কলেজে ধর্ম শিক্ষা দেয়না তাই আমরা ধর্ম সম্পর্কে কিছুই জানিনা। অর্থাৎ আমার জানার ইচ্ছে আছে কিন্তু আমি সুযোগ পাচ্ছিনা।

কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই কথা গুলি অনেকটাই সত্যি। আর যে সত্যিটা আমার নিজেরা অনুভব করিনা সেটা হলো অন্যদের উপর দোষ দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অর্জনের চেষ্টা করি আমরা। সুযোগ তৈরি করে দিলেও সেই সুযোগ গ্রহণ করতে আপনি কী নিজেকে যুক্ত করেন? নিজের কাছেই নিজে প্রশ্ন করুন এর উত্তর আপনি পেয়ে যাবেন।

আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। আপনি আগ্রহী হলে চলে আসুন। অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন।

ছবিটা প্রথম স্বস্তিক সভার ছবি। চট্টগ্রামের সদরঘাট কালী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.