sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন সংগঠন এর বক্তব্য

সনাতন সংগঠন 

চেতনার পরিবর্তন না হলে কাজের ধরণও বদলাবেনা। এই বাস্তবমুখি বিষয়টাকে অনুধাবন করে আমরা ২০০৭ সাল থেকেই সনাতন সংগঠন বেশ কিছু বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি এবং সেই সাথে সাথে মাঠ পর্যায়ে কাজও সাধ্যমত করে যাচ্ছি। যে সব বিষয়ে আমরা সনাতন সম্প্রদায়কে সচেতন করতে চেয়েছি -


১। রাজসিক ও তামসিক নয় সাত্ত্বিক পূজার প্রচলন করে আরাধনাকে শুদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া
২। মন্দির ভিত্তিক বিয়ের মাধ্যমে আমাদের কন্যাদের দায় থেকে দেবীতে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং আমাদের কষ্টার্জিত অর্জন গুলিকে আমাদের কাজে ব্যবহার করা
৩। মন্দির গুলিকে সামাজিক উপযোগিতার প্রাণ কেন্দ্র করে প্রতিষ্ঠিত করা। শুধু আরাধনা নয়, সামাজিক উপযোগিতা আদান প্রদানের প্রধান মাধ্যম হিসাবে মন্দির গুলিকে গঠিত করার বিষয়ে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ বিভিন্ন কার্যক্রম যেন মন্দির থেকেই হয় এবং এর মাধ্যমে সনাতন সম্প্রদায় যেন উপকৃত হতে পারে। মন্দিরকে কার্যকর করতে পারলে ইহ জগতেই স্বর্গ সুখ লাভ করতে পারবেন, পরজগতের প্রত্যাশা আর করতে হবেনা।
৪। মাজার নয় মন্দির উন্নয়নে ভূমিকা রাখুন। মাজার কখনোই সনাতন সম্প্রদায়ের উন্নয়নের জন্যে কোন কাজ করেনি, করবেও না। আমাদের অনুদান নিয়ে ওরা নিজেদের সমৃদ্ধ করছে এবং আমাদের ছেলেমেয়েদের ধর্মান্তরিত করছে। মাজার থেকে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করেনি বা ওরা আমাদের দেব দেবীকে পুজা করে সম্মান জানায়না বরং ঘৃণা করে।
৫। গাছে গীট মেরে ভাগ্য পরিবর্তন করার আকাঙ্খা ত্যাগ করে কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা করতে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি
৬। ধর্মগ্রন্থের নির্দেশ ও উপযোগিতা গুলিকে আমাদের জীবনে কী ভাবে কাজে লাগানো যাবে সেই বিষয়ে আমরা সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি
৭। কুসংস্কার গুলিকে চিহ্নিত করে এর সু-সংস্কার কী হতে পারে সেই বিষয়ে আমরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি
৮। বনজ গাছ আর নয়, ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করে ইকোসিটেমের সকল প্রাণীকে রক্ষা করার জন্যে আমরা প্রচারণা চালিয়ে যাছি
৯। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ মুক্ত থাকার জন্যে আমরা প্রচারণা চালাচ্ছি। আয়ুর্বেদকে জনপ্রিয় করতে আমরা প্রচারণা চালাচ্ছি
১০। ধর্ম, দর্শন, ইতিহাস সচেতনতার নিমিত্তে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি
১১। অবহেলিত চা শ্রমিকদের নিয়ে আমরা ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি
১২। সীতাকুণ্ড স্রাইন কমিটির সাথে আমরা ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি
১৩। শিশুদের প্রথাগত শিক্ষার সাথে সাথে যেন পরম্পরাগত শিক্ষা প্রদান করে সেই বিষয়ে আমরা সচেনতা সৃষ্টি করছি
১৪। যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে এবং সহযোগিতার বলয়কে বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের নানান কৌশল আমরা ধারাবাহিক ভাবে প্রচার করছি
১৫। সকল হিন্দু সংগঠনের উদ্যোগ গুলিকে সফল করতে আমরা আমাদের অবস্থান থেকে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি। যেখানে হিন্দু স্বার্থে উদ্যোগ থাকে সেখানে আমরা সংগঠন অপেক্ষা ঐ উদ্যোগকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এই ভাবে সব সংগঠনকেই উদার হতে আহব্বান জানিয়ে যাচ্ছি
১৬। যে সংগঠন যে কাজ করছে এবং যে বিষয়ে ওরা সফল সেই সংগঠনের সেই কাজের সাথে আমরা সম্পৃক্ত থেকে সেই কাজ গুলিকেই এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঐ কাজ গুলিকে আমরা আমাদের নাম দিয়ে আর করিনা। এই ভাবে ঐক্যের প্ররিবেশকে আমরা সমৃদ্ধ করছি
১৭। পদ পদবীর লোভ ত্যাগ করে কর্মীই সব থেকে সম্মানজনক পদ বলে আমরা আমাদের সাংগঠনিক চর্চার মাধ্যমে তা প্রতিষ্ঠিত করেছি
১৮। দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আর্থিক, ত্রাণ ও লজেস্টিক সহায়তা প্রদান করেছি
১৯। মেধাবী ছাত্র ছাত্রী যারা দরিদ্র তাঁদের আমরা শিক্ষাবৃত্তি প্রদান করছি
২০। বেদ, উপনিষদ, গীতা'র জ্ঞানকে ধারাবাহিক ভাবে প্রয়ার করছি
২১। ফেইসবুকের গ্রুপ প্ররিচালনার খেত্রে আমরা সুস্থ ও সুষ্ট ধারার প্রচলন করেছি। ব্যক্তি আক্রমণ, গালাগাল, মন্দ ভাষা ব্যবহারকে রোহিত করে সবাই নিজ নিজ সম্মানকে অক্ষুণ্ণ রেখে আলোচনা করার মত পরিবেষ তৈরি করে দিয়েছি এই সনাতন গ্রুপের মাধ্যমে
২২। ফটিকছড়ি, বারমাসিয়া তে দুইজন কে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
২৩। গত দুর্গাপূজাতে ফটিকছড়িতে বস্ত্র বিতরণ করা হয়েছে। একটি সেলাই মেশিন দান করা হয়েছে।
২৪.দশটি আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সাহায্য করা হয়েছে।
২৫। কর্নফুলি একটি পরিবারকে সাহায্য করা হয়েছে।
২৬।বারমাসিয়া চা বাগানে শিক্ষার্থীদের ফ্রি বেসিক ক্লাশ দেওয়া হচ্ছে। সনাতন গুরুকূল ও নৈতিক শিক্ষা থেকে।

এইভাবে হিন্দু জাতির ভাগ্য পরিবর্তনে আমরা ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি। এই বৃহৎ বলয়ে কাজ করার জন্যে আমাদের প্রচুর কর্মী, সমর্থক প্রয়োজন। আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে আমাদের সহায়তা করবেন।
শ্রীঅশোক চক্রবর্তী
প্রতিষ্ঠাতা
সনাতন সংগঠন- বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.