সনাতন ভূজপুর ইউনিট কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন
ভূজপুর ইউনিট প্রতিনিধি- গতকাল ১৬ই ফেব্রুয়ারী ২০১৯ পাহাড়ের কোলে ছিল আমাদের সুমধুর মিতালি। সনাতন ভূজপুর ইউনিট কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ছিল অরণ্য ঘেরা খাগড়াছড়িতে। সাথে ছিলেন সনাতনের প্রতিষ্ঠাতা শ্রীচক্রবর্তী ও সনাতনের সম্মানিত উপদেষ্টা শ্রীকানন প্রতাপ দত্ত। সেখানে উল্লেখযোগ্য ছিল "সনাতন ছাত্র যুব পরিষদ" খাগড়াছড়ি এর সাথে মতবিনিময়। "সনাতন ছাত্র যুব পরিষদ" এর নেতৃবৃন্দের আতিথেয়তা ও কর্ম পরিকল্পনায় আমরা মুগ্ধ। শ্রী অশোক চক্রবর্তী লিংকন সনাতনের লক্ষ্য ও উদ্দেশ্য সবিস্তারে বর্ণনা করেন ও শ্রদ্ধেয় কানন প্রতাপ দত্ত মহোদয় মতবিনিময় করেন। দুই সংগঠন যার যার অবস্থানে থেকে সনাতন সম্প্রদায়ের উন্নয়ন কল্পে কাজ করে যাব বলে অঙ্গীকার গৃহীত হয়। যাত্রাপথে নাচে গানে ভরপুর ছিল আমাদের আনন্দ ভ্রমণ।
কোন মন্তব্য নেই