শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে বিদ্যা দেবীর বন্দনা(সনাতন সিলেট ইউনিট)
শ্রীমতি অদ্বীতি দেবনাথ-
বিদ্যার দেবী মা সরস্বতীকে বন্দনার ঠিক আগ মুহূর্তে আজ আমাদের সিলেট সনাতনের ক্ষুদ্র আয়োজন, গোয়ালাবাজার এলাকার গ্রামতলা গ্রামে ২জন দরিদ্র শিক্ষার্থীকে (যাদের পড়ালেখা সবার সাহায্য ছাড়া চালিয়ে যাওয়া সত্যিই দুস্কর) মাসিক শিক্ষাবৃত্তি প্রদান শুরু। উপস্থিত ছিলেন সেখানকার স্কুলের কয়েকজন শ্রদ্ধেয় প্রাক্তন & বর্তমান শিক্ষক- শিক্ষিকামন্ডলী। এবারের আয়োজনে আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিলেটের প্রবাসী দাদা সনাতন ফ্রান্সের কর্মী শ্রীমান নন্দন কুমার ধর দাদা যার সমন্বয়ে প্রবাসী দাদারা বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। আমরা তাঁদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।
এই আয়োজনের পুরো ক্রেডিট আমাদের সিলেট সনাতনের শ্রীমান রাহুল গুপ্তা ও শ্রীমান মৃদুল গুপ্ত।
আপনাদের সাথে কিছু মুহুর্ত শেয়ার করলাম-
বিদ্যার দেবী মা সরস্বতীকে বন্দনার ঠিক আগ মুহূর্তে আজ আমাদের সিলেট সনাতনের ক্ষুদ্র আয়োজন, গোয়ালাবাজার এলাকার গ্রামতলা গ্রামে ২জন দরিদ্র শিক্ষার্থীকে (যাদের পড়ালেখা সবার সাহায্য ছাড়া চালিয়ে যাওয়া সত্যিই দুস্কর) মাসিক শিক্ষাবৃত্তি প্রদান শুরু। উপস্থিত ছিলেন সেখানকার স্কুলের কয়েকজন শ্রদ্ধেয় প্রাক্তন & বর্তমান শিক্ষক- শিক্ষিকামন্ডলী। এবারের আয়োজনে আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিলেটের প্রবাসী দাদা সনাতন ফ্রান্সের কর্মী শ্রীমান নন্দন কুমার ধর দাদা যার সমন্বয়ে প্রবাসী দাদারা বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। আমরা তাঁদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।
এই আয়োজনের পুরো ক্রেডিট আমাদের সিলেট সনাতনের শ্রীমান রাহুল গুপ্তা ও শ্রীমান মৃদুল গুপ্ত।
আপনাদের সাথে কিছু মুহুর্ত শেয়ার করলাম-
নিবেদনে-
সনাতন সংগঠন (সিলেট ইউনিট)
কোন মন্তব্য নেই