সনাতন সংগঠন কর্মীদের শেখায়-
আমরা কাঁদি সত্য, কিন্তু একাকী, নিজের দুঃখে। পরকে নিয়ে নয়, পরের দুঃখে নয়। যে পরের দুঃখে কাঁদে, সে পুরুষ। নিজের দুঃখে কাঁদে যে, সে কাপুরুষ। আমাদের কর্মে পৌরুষের অভাব। পৌরুষহীন কর্ম করে কেউ বড় হতে পারে না। বড় কর্মই মানুষকে বড় করে।
সনাতনের সাথে যুক্ত হোন। স্বজাতির কল্যাণে কাজ করার অর্থ নিজের জন্যই করা। আমাদের প্রেরণা ভগবানের বাণী- "কর্মেই তোমার অধিকার"
কর্মী
শ্রীকৃষ্ণকমল মিন্টু
সনাতন সংগঠন-বাংলাদেশ।
কোন মন্তব্য নেই