sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন চাঁদপুর ইউনিটের এর উদ্যোগে গীতা স্কুলের শিক্ষার্থীদের প্রাইজবণ্ড প্রদান



সনাতন চাঁদপুর ইউনিট- 
সনাতন সবসময় নিজকে বিলিয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে নিজ ধর্মের হিত সাধনে। চাঁদপুর ইউনিটের কর্মসূচীরই একটি কর্ম-পরিকল্পনা ছিলো মেহারেশ্বরী কালিবাড়ীতে অবস্থিত সর্ব্বানন্দ গীতা স্কুলের গীতা শিক্ষার্থীদের পরিপূর্ণ গীতা শিক্ষায় উৎসাহিত করণ। তারই অংশ হিসেবে সকল শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা তিনজনকে বাছাই করা হয়েছে তাদের উপস্থিতি, তাদের অধ্যয়নের উপরে। প্রত্যেককে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে।।
জয় হোক সনাতনের পৌঁছে যাক সনাতনের বাণী সকলের দুয়ারে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.