sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

চাঁদপুর ইউনিটের উদ্যোগে কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে অর্থ সহায়তা

সনাতন চাঁদপুর ইউনিট এর ক্ষুদ্র প্রচেষ্টায় চাঁদপুর জেলার শাহ্‌রাস্তী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীনিতাই দাস ও শ্রী কাজল দাসের মেয়ের বিয়ের জন্য সামান্য অর্থ সহযোগিতা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সনাতন চাঁদপুর ইউনিটের উপদেষ্টা ডাঃদুলাল চন্দ্র ঘোষ, কর্মী দীপক মজুমদার, সৌমেন দে, পলাশ দাস সহ অন্যান্যরা। আমরা বোনটির বিবাহিত জীবন সুখ ও সমৃদ্ধি কামনা করি।
ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর ইউনিট এর অন্যতম উপদেষ্টা  বাবু কে। আশা করি এই ভাবে পাশে থেকে আমাদের সাহস যোগাবেন।
সনাতন চাঁদপুর ইউনিট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.