সনাতন, ফটিকছড়ি শাখা- রূপম ভট্টাচার্য
প্রতিবেদন, রূপম ভট্টাচার্য -
আজকে আমাদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের আলোচনা সভার তাপশ দে গোবিন্দ মহোদয়ের সভাপতিত্তে কার্যক্রম শুরু হয়। আমাদের মাঝে বিশিষ্ঠ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সনাতনের উপদেষ্ঠা শ্রীযুক্ত কানন প্রতাপ দত্ত এবং ডাক্তার সন্তোষ কান্তি মহোদয় ও প্রতিষ্টাতা অশোক চক্রবর্তী লিংকন।
আমাদের স্কুলের ছাত্র,ছাত্রী ও কর্মীদের জন্য খেচুরি প্রসাদের ব্যবস্থা হয়েছিলো। সৈকত কুর্মী রুবেল অক্লান্ত পরিশ্রম করেছে আজকের অনুষ্ঠানের জন্য। আজকে মহামান্য অতিথিদের পেয়ে আমরা ধন্য হয়েছি।
আলোচনার মূল বিষয় হলোঃ
১। বিশিষ্ট অতিথি কানন প্রতাব মহোদয় আরো ৫ টি সেলাই মেশিন আমাদের ইউনিটকে দেবেন।
২৷ আমরা শিক্ষাবৃত্তির জন্য আর্থিক সাহায্য জেলা কমিটি থেকে পাব।
৩। সনাতন ছাত্র ফোরাম গঠন করা হবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে।
৪। আমাদের ইউনিট থেকে ২ জনকে যোগ্যতা অনুশারে চাকরি দেওয়া হবে।
৫। ইতোমধ্যে সীতাকুন্ডতে সনাতন থেকে একজনকে একাউন্টেট পদে নিয়োগ প্রদান করেছেন স্রাইন কমিটি, বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাদের অতিথিদের মাধ্যমে আজকে একজন গরিব মহিলার মাঝে সেলাই মেশিনটি প্রদান করা হয়।
এখন থেকে মাসিক জমা কার্যক্রম শুরু হবে, সনাতনের সাথে সম্পৃক্ত সকল কর্মীদের মাসিক জমা প্রদান করতে হবে। এ বিষয়ে অনাগ্রহীদের ব্যক্তিগত মতামত দিয়ে জানাতে হবে।
সনাতন অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও ব্যক্তি উন্নয়নে কাজ করে যাবে।
ধন্যবাদ।
রূপম ভট্টাচার্য্য ( ঝলক)।
সনাতন কর্মী।
সনাতন, ফটিকছড়ি শাখার কর্মযজ্ঞের কিছু চিত্র
কোন মন্তব্য নেই