sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

শ্রীশ্রী মেহার কালিবাড়ী উন্নয়ন কাজে সহায়তা


শ্রী শ্রী মেহার কালিবাড়ী উন্নয়ন কাজের সহযোগিতার আলোকে সনাতন (চাঁদপুর ইউনিট) এর বিশেষ উদ্দগে ও আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় আজ আমরা মেহার কালিবাড়ী কমিটির নিকট অনুদান প্রদান করতে সক্ষম হয়েছি।

প্রাপ্তি (ইভেন্ট থেকে) ১৫০০৩ টাকা
কর্মীদের ব্যক্তিগত - ১৫০০২ টাকা

মোট ৩০,০০৫ টাকা। (সনাতন এর পক্ষে)।

সনাতনের নামে একখানা স্মৃতি ফলক রক্ষিত থাকবে।

এই ইভেন্ট এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি সনাতনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সনাতন (চাঁদপুর ইউনিট)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.