সনাতন খাগড়াছড়ি জেলার, গুইমারা উপজেলার আহবায়ক কমিটি গঠন
আজ খাগড়াছড়ি জেলার, গুইমারা উপজেলার আহবায়ক কমিটি গঠন হয়েছে। ৫ জন বিশিষ্ট আহবায়ক এবং উপদেষ্টা ৬ জন সহ আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি আজ থেকে কার্যকর হয়েছে। উক্ত সভাতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সভাপতি শ্রীযুক্ত বাবু তাপশ দে গোবিন্দ, সহ সভাপতি বাবু কৃষ্ণ ধন শীল ও বাবু অনুপম ভট্টাচার্য্য, সনাতন এর একনিষ্ট কর্মী সুব্রত দে ও প্রণজিৎ সেন।
গুইমারা উপজেলার শ্রী বাবু আনন্দ সোম আহবায়ক করে, কমিটির কার্যক্রম শুরু হবে।
গুইমারা উপজেলার সনাতন সদস্যকে আন্তুরিক অভিনন্দন জানাচ্ছি।
কোন মন্তব্য নেই