সনাতন সংগঠনের উদ্যোগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের জন্য সহায়তা
শ্রীরূপম ভট্টাচার্য্য-
গত ৯ ই মার্চ বিকেলে ফটিকছড়ি সুয়াবিল নাথ পাড়া ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়।
সনাতন সংগঠন ফটিকছড়ি বিভিন্ন ইউনিট থেকে মানবিক সহায়তা কামনা করে। সে ধারাবাহিকতায় ঢাকা, সিলেট, খুলনা, চাঁদপুর, ময়মনসিংহ সহ প্রবাসী যারা আছেন তাঁদের আর্থিক সহায়তা ও চট্টগ্রাম কর্মীদের সাহায্যে আজ প্রথম ধাপে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু অর্থ প্রদান করি। এতে উপস্তিত ছিলেন বারমাসিয়া, সাহাপাড়া, নাজিরহাট পৌরসভা সদস্যবৃন্দ।
আমরা সনাতনের কর্মীরা সবাই মিলে সবার চেষ্টাতে আজ ফটিকছড়িতে সনাতন ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি।
যাঁরা আর্থিক সহায়তা করেছেন এবং শ্রম দিয়েছেন ভগবান আপনাদের মঙ্গল করবেন। ঢাকা ইউনিটের সাহায্য ছিল অন্যতম, সনাতন কর্মী এমন কিছু নারী সদস্য আছেন যাঁদের সহায়তা মহিমান্বিত করেছে সনাতন কে এই মহীয়সী নারীরা। শ্রদ্ধা রইলো তাঁদের সবারপ্রতি।
অসংখ্য ধন্যবাদ।
ধারণকৃত ছবিতে সেদিনের ইভেন্ট এর সমাপ্তি চিত্র নিন্মে তুলে ধরা হল-
কোন মন্তব্য নেই