সনাতন সংবেদ প্রকাশনা অনুষ্ঠান ২০১৮
বাপ্পিকুরি-
বাংলাদেশে ছোট বড় অনেক গুলো হিন্দু সংগঠনের মধ্যে 'সনাতন' অন্যতম একটি সংগঠন। যেখানে নেই কোন সাংগঠনিক ভাবে পদ পাওয়ার প্রতিযোগিতা, যেখানে পুরাতন নতুন প্রত্যেক সদস্য সনাতনের একজন সাধারন কর্মী হিসেবে পরিচিতি অর্জন করে। সনাতনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যেটি আমি বাংলাদেশের অন্য কোন সংগঠনে দেখতে পাই নাই আর তা হলো যার প্রতিটি অনুষ্ঠান সু-সজ্জিত হয় আসন বিহীন মঞ্চ দিয়ে। সর্বশেষ, ব্যক্তিগতভাবে বলতে হয় সনাতনে প্রত্যেকটি লক্ষ্য ও আদর্শ এর জন্য সনাত এবং এই পরিবারের সকল কর্মীর উপর এতো শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা কাজ করে। 'সনাতন' এর সাথে ছিলাম, আছি, থাকবো। সনাতনের জয় হোক, জয় সনাতন।
বিঃদ্র: ছবিটি গত ২৬ জানুয়ারি ২০১৮, রোজ শুক্রবার সনাতন সংবেদ প্রকাশনা অনুষ্ঠান এবং ঢাকা সনাতনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সময়ে তুলা হয়েছে।
কোন মন্তব্য নেই