sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

ফটিকছড়ি, ভুজপুর তথা বারমাসিয়া ইউনিটে মাসিক সভা


আজ ফটিকছড়ি, ভুজপুর তথা বারমাসিয়া ইউনিটে মাসিক সভা অনুষ্টিত হয়েছে।আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন পুর্ব সুয়াবিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রী যুক্ত বাবু মানশ চক্রবর্ত্তী,বারমাসিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত বাবু কৃষ্ণধন শীল, হাজারীখীল স,প্রা, বি, শ্রীযুক্ত বাবু পার্থ ঘোষ। বন্ধু সৈকত চন্দ্র দাশ, প্রবাসী বন্ধু সুব্রত দে সহ আরো সাহাপাড়া নাথ পাড়া, দক্ষিণ হিন্দু পাড়া, বারমাসিয়া চা বাগান মালাকার পাড়া ইউনিটের সদস্যবৃন্দ ।
যথারীতি আলোচনা শুরু হয়েছে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত বাবু তাপশ দে গোবিন্দ,
স্বাগত বক্তব্য রাখেন বাবু অনুপম ভট্টাচার্য্য।
১। আমাদের পেশাজীবি সম্মেলনে সেচ্ছাজীবি হিসেবে একটা দল দেব যারা কাজ করবে।
২। একটা ফান্ড গঠন করা হবে এখান থেকে আমরা গাড়ি করে যাব সম্মেলনে।
৩। ইউনিটে থেকে এমন ব্যক্তিবর্গকে ঠিক করতে হবে যাঁকে নিমত্রণ পত্র দেব। উনি আর্থিক ভাবে কিছু সাহায্য করবেন। আর বক্তব্য দেবেন নিজের পেশা নিয়ে।
৪। আমাদের কিছু বক্তা ঠিক করতে হবে যারা প্রতিনিধি হয়ে অনুষ্টানে বক্তব্য রাখতে পারবেন।
আর মাসিক জমা বিষয় টি পরিষ্কার করে নিতে হবে যে এটা সংগঠনে রাখা হচ্ছে কিনা।
৫। ইউনিট গঠনে আমরা একটু চেষ্টা করব।
৬। প্রকল্প দিয়ে বৃক্ষ রোপণ ও ছাগল পালন করার আলোচনা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.