sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

চট্টগ্রামের ভুজপুর সমাচার



শ্রী অশোক চক্রবর্তী- 
যে স্থানের কথা বলছি সেটা ফটিকছড়ি চা বাগান এলাকা।
২০০৭ থেকে ২০১৭ - দশ বছর ধরে কাজ করছি কিন্তু নিজের মত করে কোন ইউনিটকে গুছাতে পারিনি বলে মনে বেশ আক্ষেপ ছিলো। সবার মতামত নিয়েই সংগঠনে কাজ করতে হয় তাই ইউনিট তৈরি করে সেটাকে মুল কাজে নিয়ে আসতে অনেক সময় লাগে। একেবারে প্রথম দিন থেকেই চেয়েছি সনাতন সংগঠনের সব ইউনিট স্বনির্ভরশীল হবে এবং বাণিজ্য নির্ভর হয়ে ইউনিটের সাথে সাথে কেন্দ্রকে সহায়তা করবে। হয় হয় করেও হচ্ছিলোনা। অবশেষে ভুজপুরে শুরু হতে যাচ্ছে সেই প্রত্যাশিত শুরুটা।

খুব অল্পসময়েই ৬৩ জন সদস্য হয়েছে যারা সংগঠনর ফর্ম কিনে পূর্ণ করেছেন এবং নিয়মিত মাসিক অনুদান প্রদান করছেন। আজ সহ তিনদিন তাদের সাথে মিটিং করেছি। প্রতিটা যুবক এমন ভাবে কথা বলে মনে হয় ভেতর থেকেই কথা বলছে ওরা। তাদের শ্রদ্ধাবোধ, আবেগ ও কর্মস্পৃহা দেখে নিজের হারিয়ে যাওয়া শক্তিকে আবার খুঁজে পাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.