জন্মাষ্টমী ও 'সনাতন' এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন (সনাতন সিলেট)
সনাতন সংগঠন সিলেট ইউনিটের আয়োজনে, গুরুগৃহের শিক্ষার্থী দের অংশগ্রহণ এ জন্মাষ্টমী ও 'সনাতন' এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্রসাদ গ্রহণ, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও মাসিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
বিরূপ আবহাওয়া ও কর্মী সংকট জনিত কারণে পরিচালনার শত অসুবিধা উপেক্ষা করে শিক্ষার্থী রা অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে।
হাজারো ভুল-ত্রুটি মিলিয়ে আমাদের এই আয়োজন।
সনাতন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন গুলো দিলাম নিচে:
(১ম থেকে ৪র্থ শ্রেণী)
১. সংস্কৃত কোন ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি?
২. ধর্ম অর্থ কি?
৩. আমাদের ধর্মের নাম কি?
৪. হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম কি?
৫. শ্রীকৃষ্ণ এর ২টা নাম লেখ।
৬. দুজন অবতারের নাম লেখ।
৭. দুজন ঋষির নাম লেখ।
৮. সরস্বতী কিসের দেবী?
৯. ঈশ্বর এর নিরাকার রূপের নাম কি?
১০. ধ্যান কে ইংরেজি তে কি বলে?
(৫ম থেকে ৮মশ্রেণী)
১. ঈশ্বর যখন মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন তখন তাকে কি বলা হয়?
উ:
২. ব্রহ্মের উপাসক কে কি বলা হয়?
উ:
৩. উপনিষদ কি?
উ:
৪. রামায়ণ এর রচয়িতা কে?
উ:
৫. রামের জন্মভূমি কোথায়?
উ:
৬. শ্রীকৃষ্ণ নিধন করেছিলেন এমন দুজন অসুরের নাম লেখ।
উ:
৭. পাঁচ জন ঋষির নাম লেখ।
উ:
৮. ঈশ্বর এর সৃষ্টি, পালন ও সংহার কারী রূপের নাম কি কি?
উ:
৯. ত্রেতা যুগের অবতারের নাম লেখ।
উ:
১০. মহাভারত এর রচয়িতা কে?
উ:
(৯ম থেকে ১২শ শ্রেণী)
১. ভগবান শব্দের অর্থ কি?
উ:
২. দশ অবতারের নাম লেখ।
উ:
৩. জীবাত্মা কিসের অংশ?
উ:
৪. নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন এমন তিনজনের নাম লেখ।
উ:
৫. সিলেট একটা ব্রহ্মমন্দির এখনো দেখতে পাওয়া যায়,সেটা কোথায়?
উ:
৬. বেদদ্রষ্টা দুজন নারী ঋষির নাম লেখ।
উ:
৭. গীতার পুরো নাম লেখ।
উ:
৮. গীতায় কয়টা অধ্যায় আছে?
উ:
৯. সত্য যুগের অবতার দের নাম লেখ।
উ:
১০. বিশ্বে স্বীকৃত পাঁচ জন হিন্দু মনীষির নাম লেখ।
উ:
(স্নাতক ও স্নাতকোত্তর)
১. সনাতন ধর্মাবলম্বী দের জন্য পবিত্র দুটো নদীর নাম লেখ।
উ:
২. বর্তমানে পশ্চিমা বিশ্বে স্বীকৃত 'ইয়োগা' আসলে সনাতন ধর্মের কোন ঋষি দ্বারা প্রণীত?
উ:
৩. চরক সংহিতা তে চিকিৎসা শাস্ত্রের কোন ধারার বিবরণ আছে?
উ:
৪. রবিঠাকুর এর একটা ব্রহ্মসংগীত এর দুটো চরণ লেখ।
উ:
৫. সিলেট একটা ব্রহ্মমন্দির এখনো দেখতে পাওয়া যায়,সেটা কোথায়?
উ:
৬. বেদদ্রষ্টা পাঁচ জন নারী ঋষির নাম লেখ।
উ:
৭. সার্জারির জনক কোন ঋষি?
উ:
৮. মহাভারত এর কোন পর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাজ্ঞান প্রদান করেছিলেন?
উ:
৯. তিনটা হিন্দু প্রধান রাষ্ট্রের নাম লেখ।
উ:
১০. বিশ্বে স্বীকৃত পাঁচ জন হিন্দু মনীষির নাম লেখ।
উ:
কোন মন্তব্য নেই