sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

সনাতন চাঁদপুর ইউনিতের উদ্যেগো শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা





সনাতন সংগঠন চাঁদপুর ইউনিটের কর্মী উপদেষ্ঠাদের সানুগ্রহে গরীব মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা আয়োজন করা হয়, উক্ত মহতি অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং কর্মীদের উপস্থিতিতে ১১জন মেধাবীকে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সনাতনের সকল ইউনিটের কর্মী এবং এই মহতি উদ্যোগে সহায়তাদানকারী সকল মহানুভবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এভাবে যদি সমাজের সকল মানুষ পরস্পর পরস্পরের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে দরিদ্রতা অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিদের সংখ্যা কমে আসবে। আজ যারা সহযোগিতা পেয়েছে ভবিষ্যতে তারাই আবার মানুষের সেবার নিয়োজিত হবে। 
ঈশ্বর সকল শুভ শক্তির সহায় হোন।   
সৌজন্যে
সনাতন চাঁদপুর ইউনিট। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.