"সনাতন সমাজ সচেতনতা" শীর্ষক আলোচনা সভা
শ্রীকৃষ্ণকমল-
সনাতন চাঁদপুর ইউনিট "সনাতন সমাজ সচেতনতা" নামে আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। অনতিবিলম্বে সমাজে প্রজ্ঞানের ধারা প্রচারে বৈদিক পাঠাগার স্থাপন করতে সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদ থেকে সংগঠনের বিস্তৃতি বিষয়ে আশানুরূপ সহায়তার আশ্বাস ও উপদেষ্টা পরিষদে এমন কজন ব্যক্তি যুক্ত হচ্ছেন যাঁরা একাজে বিশেষ ভূমিকা রাখবেন। যদি কর্মীরা তাঁদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তবেই অনেক অনেক সাফল্য তাঁদের ঝুলিতে জমা হবে। সনাতনের আদর্শ উদ্দেশ্য গুলিকে উনারা সাদরে গ্রহণ করেছেন এবং সুদীর্ঘ তিন ঘন্টা এই নিয়ে সুস্পষ্ট ধারণা ও করণীয় আলোচনায় উঠে এসেছিল। গুরুকূল প্রতিষ্ঠায় সর্বস্তরের সকলেই এগিয়ে আসবে বলে ধারণা পেয়েছি। সামাজিক সংস্কারে উপদেষ্টাদের মত যে অনতিবিলম্বে সকল যুবক যুবতীদের যেন আমাদের এই প্রয়াসের সাথে যুক্ত করি। আলোচনায় দুইটি বিষয়ে ভিন্নমত পোষণ করেন, মন্দির ভিত্তিক বিয়ে ও যৌতুক নিয়ে কিন্তু আমাদের কৌশলী উপস্থাপন শেষে আর দ্বিমত থাকেননি। সনাতন চাঁদপুর ইউনিট তাঁদের সকল আলোচনার বিষয় বস্তু নিয়ে ভিন্ন লেখায় তুলে ধরবেন।
সনাতন চাঁদপুর
কোন মন্তব্য নেই