sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

জন্মাষ্টমীর প্রীতিময় শুভেচ্ছা

 জন্মাষ্টমীর প্রীতিময় শুভেচ্ছা 

 ভালবাসার জন্যই ভালবাসা, কর্মের জন্যই কর্ম এবং কর্তব্যের জন্যই কর্তব্য-ধর্ম জগতের এই নিগূঢ় রহস্য শ্রীকৃষ্ণ চরিত্রে প্রকটিত। এই মহাসত্য শ্রীকৃষ্ণের জীবন বেদ থেকেই জগতে প্রচারিত হয়েছে। আর সেই শাশ্বত সত্যের আবির্ভাব ঘটেছে সর্বপ্রথম এই ভারত-তীর্থে। শ্রীকৃষ্ণ পৃথিবীতে ছিলেন বটে; কিন্তু তিনি পৃথিবীর মানুষ ছিলেন না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সেনাদলের মধ্যে অর্জুনের মহারথের পুরোভাগে অবস্থিত শ্রীকৃষ্ণের কি অনির্বচনীয় মাধুর্য ও মহিমা ফুটে উঠেছে! কি অপূর্ব সৌন্দর্য ও স্থৈর্য সেই মূর্তিতে! যুদ্ধক্ষেত্রের ভীষণ কোলাহলের মধ্যেও তিনি সুস্থির ও সমাহিত। সমর প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি অর্জুনকে গীতোক্ত উপদেশ দিচ্ছেন, ধর্মযুদ্ধে জয় এবং ক্ষাত্র ধর্মপালনে উৎসাহিত করেছেন। কিন্তু কর্মে তার আদৌ আসক্তি নেই, তিনি যুদ্ধে অস্ত্রধারণও করেন নি। যেদিক দিয়েই দেখি না কেন, কৃষ্ণচরিত্র সর্বতোভাবে পরিপূর্ণ। তিনি ছিলেন জ্ঞান, কর্ম, যোগ ও ভক্তির সমন্বয় মূর্তি। বর্তমান যুগে শ্রীকৃষ্ণের সমন্বয় বাণীর ব্যাপক আলোচনা একান্ত প্রয়োজন। এ যুগে চাই কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণের পূজা, ভগবদগীতার সিংহনাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.