sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

মহাভারতে বেদের মন্ত্রশক্তির প্রশংসা-

চারিদিকে খবর ছড়িয়ে গেছে, ঋষির অভিশাপে সাত দিনের মধ্যে তক্ষকের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। এদিকে কশ্যপ নামে এক ব্রাহ্মণ বলে দিলেন, তক্ষক কিংবা অন্য কোন সাপ যদি রাজা পরীক্ষিৎকে দংশন করে আমি কিন্তু রাজাকে বাঁচিয়ে দেব। তক্ষক আসলে ছিল খুবই ক্রুর প্রকৃতির। মুনি বাক্যকে যদি সত্য করতে হয় তাহলে তুমি দংশন করে দাও বিষ না ঢাললেই হল। তক্ষক তা করবে না, আসলেই তক্ষক ছিল প্রচণ্ড বদমাইশ। কশ্যপ ব্রাহ্মণও জানতেন। কশ্যপ চলেছেন রাজা পরীক্ষিৎকে রক্ষা করতে। ছদ্মবেশে তক্ষক কশ্যপের পথ আটকে বলছে ‘আপনি কোথায় যাচ্ছেন? ‘আমি রাজা পরীক্ষিতের কাছে যাচ্ছি, তক্ষক তাঁকে দংশন করবে আর আমি রাজাকে বাঁচিয়ে দেব। তক্ষক বলছে ‘আপনি জানেন না তক্ষকের বিষ কি সাংঘাতিক, কখন কেউ পারে নাকি সেই বিষকে আটকাতে, আপনিও পারবেন না। কশ্যপ বলছেন ‘হ্যাঁ আমি পারব। তক্ষক তখন নিজের আসল রূপটা ধারণ করে নিয়েছে, সামনে একটা গাছ ছিল সেই গাছকে দংশন করতেই সঙ্গে সঙ্গে গাছটা ভস্ম হয়ে গেছে, এমনই তার বিষের ক্ষমতা। গাছটাকে ভস্ম করে দিয়েই কশ্যপকে তক্ষক বলছে ‘এবার আপনার ক্ষমতাটা দেখান’। কশ্যপ কমণ্ডলু থেকে একটু জল নিয়ে নিজের মন্ত্রশক্তিকে কাজে লাগালেন। বেদের মন্ত্রশক্তি লাগাতেই ভস্ম হয়ে যাওয়া গাছের ছাইয়ের ঢিপিতে ছােট্ট একটা অঙ্কুর বেরােল, তারপর ডালপালা ছড়িয়ে পুরাে গাছটা যেমন ছিল ঠিক সেই রকম দাঁড়িয়ে গেল।
মহাভারতে এখানে বেদের স্তুতি করা হল। বেদের একটা বিশেষত্ব হচ্ছে, বেদের মন্ত্র যদি ঠিক ঠিক উচ্চারণ করা হয় তাহলে বেদের মন্ত্রের ঠিক ঠিক ফল দিতে আরম্ভ করবে। মাধ্বাচার্যের জীবনেও ঠিক এই ধরণেরে এক সত্য কাহিনী প্রচলিত আছে। মাধ্বাচার্য ছিলেন বেদের বিরাট পণ্ডিত। তিনি রাজার কাছে গিয়ে বেদের প্রশংসা করতেই রাজা বলছেন বেদের সব আজগুবি কথা। মাধ্বাচার্য শুনেই বললেন “আপনি কি তাই মনে করেন! আচ্ছা ঠিক আছে আপনি কিছু ছোলা নিয়ে আসুন। গুটি কয়েক ছোলা নিয়ে আসা হল। বেদে ওষধি মন্ত্র আছে, যেখান থেকে সৃষ্টি হয়। মাধ্বাচার্য হাতে ছােলাগুলাে নিয়ে বেদের ঐ মন্ত্র উচ্চারণ করে রাজমহলের মেঝেতেই ফেলে দিলেন, তারপর তিনি ওষধি মন্ত্রোচ্চারণ করেই চলেছেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ছােলার মধ্য থেকে অঙ্কুর বেরােতে শুরু করল, কিছুক্ষণ পর ছােলার গাছ তৈরী হয়ে গেল। তখনও তিনি মন্ত্রোচ্চারণ করেই যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ছােলা গাছে ফুল দেখা দিল। মন্ত্রোচ্চারণ যখন শেষ করলেন তখন ছােলার ফল তৈরী হয়ে গেছে। তিনি ছােলা গাছ থেকে ছােলা নিয়ে সবাইকে খাইয়ে দিলেন। মাধ্বাচার্য রাজাকে দেখিয়ে বলছেন- এই দেখুন বেদের মন্ত্রশক্তির নমুনা। স্বামীজীও বলছেন, মন্ত্র যদি ঠিক ঠিক উচ্চারণ করা হয় মন্ত্র সঙ্গে সঙ্গে তার ফল দেবে।
মহাভারত, স্বামী সমর্পণানন্দের বক্তব্য থেকে। 
#কৃষ্ণকমল মিন্টু 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.