sanatansangbed

Introduction of SANATAN dharma scriptures

মন্দির ভিত্তিক বিয়ে

মন্দির ভিত্তিক বিয়ে



২০০৭ সাল থেকেই সনাতন সংগঠন মন্দির ভিত্তিক বিয়ের বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সনাতন সমাজকে সচেতন করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে উল্লেখ করতে হবে ২০১০ এর পর থেকে বাংলাদেশের সব গুলি যুব সংগঠন ও বিভিন্ন ব্যক্তি নিজ উদ্যোগে এই প্রচারণাকে সফল করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

আজ চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দিরে রনজিত বল ও প্রীতি দে'র শুভ বিবাহের দিন ছিলো। মন্দির ভিত্তিক বিয়ে করছে বলে সনাতন সংগঠন থেকে আমরা তাঁদের সম্মাননা সূচক একটা স্বারক প্রদান করেছি। সেই সাথে সাথে যুগউপযোগী ভুমিকা রাখার জন্যে সংগঠনের তথা সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বিয়েতে গিয়ে শুনলাম বরের বড় ভাইও একই মন্দিরে দুবছর পূর্বে বিয়ে করেছেন।
সনাতন সংগঠনের ও বন্ধুপ্রতিম অন্যান্য সংগঠনের যতজন সদস্যের বিয়ে ভবিষ্যতে হবে তাঁদের বিয়ে মন্দিরে হলে তবেই সংগঠন থেকে তাঁদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হবে এবং সংগঠনের সদস্যরা বিয়েতে আহার করবে। আর ক্লাব ভিত্তিক বিয়ে হলে সেখানে সংগঠনের সদস্যার উপস্থিত থাকবে কিন্তু কোন স্বারক প্রদান করবেনা এবং আহারও করবেনা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অসহযোগিতার মাধ্যে মন্দির ভিত্তিক বিয়ের গুরুত্ব অনুধাবনের অনেক গুলি পদক্ষেপের একটা পদক্ষেপ এটা।
এই ভাবেই এক এক করে সবাই মন্দির ভিত্তিক বিয়েতে আগ্রহী হবে এবং আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের যারা ধংস করতে মরিয়া হয়ে চেষ্টা করে তাঁদের হস্তগত হবেনা।
আমাদের মেয়েরা দেবী কিন্তু প্রচলিত বিয়ের নিয়মের কারণে এখন কন্যারা দায়ে পরিনত হয়েছে। আশা করছি আমরা দ্রুত এর থেকে পরিত্রান পাবো।

শ্রী অশোক চক্রবর্তী লিংকন 
প্রতিষ্ঠাতা সনাতন সংগঠন, বাংলাদেশ। 

1 টি মন্তব্য:

  1. আপনার সাথে যোগাযোগের কি কোনো মোবাইল নম্বর দিতে পারেন? এ বিষয়ে আলাপ ছিল?

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.