সনাতন ফটিকছড়ি শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা
আজ শুক্রবার সনাতন ফটিকছড়ি শাখার একটি গুরুত্বপূর্ণ কাজ অতিবাহিত হয়েছে। শুরুতে দ্বিতীয় বারের মত নিজেদের ও অশোক দার সহায়তায় রকি সাহা ও বাপ্পু শীল কে শিক্ষা বৃত্তির, শিক্ষা উপকরন তুলে দিই। আমরা প্রায় ১৭ জন সনাতন কর্মী ও আমাদের সভাপতি তাপশ দাদা সহ কর্নফুলী চা বাগানে একটি পরিবারকে আর্থিক ও কিছু খাদ্যদ্রব্য,শাড়ি,বিতরন করি, আমাদের সাথে ছিলেন কর্নফুলী ফেনুয়া চা বাগানের শ্রীযুক্ত নিরঞ্জণ নাথ মন্টু যিনি আমাদের সাথে আর্থিক সহায়তা করেছেন। এর পাশাপাশি সনাতনের আরেক সম্ভাবনাময় ইউনিট হতে যাচ্ছে,আমাদের আরেকটি সুন্দর ও ভালো কিছু মানুষ পাশ পেতে যাচ্ছি সেখানে।
অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সনাতন কর্মীদের আজকে কষ্ট করে সংগঠনক্র সময় দিয়েছেন।
কোন মন্তব্য নেই